শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

শ্রমবাজারে লিঙ্গ বৈষম্য বেড়েছে

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৪ মে, ২০২১, ১২:০২ এএম

পৃথিবীর দেশগুলোর শ্রমবাজারে সবসময়ই লিঙ্গ বৈষম্য ছিল। তবে কোভিড-১৯ মহামারির আগে বিশ্বের শ্রমবাজারে যেটুকু লিঙ্গ বৈষম্য ছিল, এখন সেটি অনেক বেড়ে গেছে। আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) বলছে, নারীদের আয় কমছে, আগের চেয়ে সঞ্চয় কমেছে। পাশাপাশি চাকরিতেও নিরাপত্তা নেই। খবর আনাদোলু। আইএলওর তুরস্ক অঞ্চলের পরিচালক নুমান ওজকান বলেন, মহামারির কারণে শ্রমবাজারে বেশকিছু প্রভাব পড়েছে। এর মধ্যে দেখা গেছে নারী কর্মীরা আশঙ্কাজনক হারে কাজ হারিয়েছেন। গোটা বিশ্বের শ্রমবাজারেই এ শ্রম বৈষম্য দেখা যাচ্ছে। গত কয়েক বছর ধরেই বৈশ্বিক শ্রমবাজারে নারীদের অংশগ্রহণ কমতে দেখা যাচ্ছে। ২০০৫ সালে নারীদের অংশগ্রহণ ছিল ৫০ দশমিক ৩ শতাংশ। ২০১৯-এ তা দাঁড়ায় ৪৭ দশমিক ২ শতাংশে। বৈশ্বিক প্রেক্ষাপটে শ্রমবাজারে নারী-পুরুষের মধ্যে বৈষম্য ২৭ শতাংশ। আনাদোলু।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন