শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

হংকংয়ে করোনার পঞ্চম ধরনের সন্ধান

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৪ মে, ২০২১, ১২:০২ এএম

করোনার পঞ্চম ধরনের সন্ধান মিলেছে। আগামী কয়েক সপ্তাহের মধ্যে হংকংয়ে করোনা পরিস্থিতি খারাপ হতে পারে বলে ধারণা করছে বিশেষজ্ঞরা। সম্প্রতি একজনের শরীরের করোনার নতুন স্ট্রেনের সন্ধান পাওয়া গেছে, এর পরেই অনেককে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়। সবচেয়ে অবাক করা বিষয় হলো করোনা আক্রান্ত ওই ব্যক্তি ২০১৯ সাল থেকে বিদেশে ভ্রমণ করেননি। তাহলে তিনি কিভাবে এন৫০১ওয়াই ও ই৪৮৪কে মিউট্যান্টে আক্রান্ত হলেন তাই ভাবিয়ে তুলছে চিকিৎসকদের। সাউথ চায়না মর্নিং পোস্টের দেওয়া তথ্য অনুযায়ী দক্ষিণ আফ্রিকা ও ব্রাজিলে ওই দুটি স্ট্রেনের সন্ধান পাওয়া যায়। আর এখন মারাত্মক ওই স্ট্রেনকে ঘিরে তৈরি হয়েছে নতুন আতঙ্ক। চীনা বিশ্ববিদ্যালয়ের পালমোনোলজিস্ট অধ্যাপক ডেভিড হুই শু-চেওং বলেছেন, স্থানীয় করোনা সংক্রমণ দ্রুত বৃদ্ধি পেলে সরকারকে আরো একবার সামাজিক দ‚রত্বের বিষয় কঠোর করতে হবে। তিনি বলেন, সবচেয়ে ভয়ের বিষয় সংক্রমণের উৎস এখনো অজানা। আগামী দুটি সপ্তাহ খুব গুরুত্বপূর্ণ। পঞ্চম মিউট্যান্ট আসলেই যদি আসে তবে অনেক মানুষ আক্রান্ত হবে। সাউথ চায়না মর্নিং পোস্ট।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন