মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১, ১৩ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

শেবাচিমে মাস্ক দিলেন ব্যবসায়ীরা

বরিশাল ব্যুরো : | প্রকাশের সময় : ৪ মে, ২০২১, ১২:০০ এএম

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ১০ হাজার সার্জিকাল মাস্ক দিয়েছেন নগরীর চকবাজারের ব্যবসায়ীরা। শেবাচিম হাসপাতালের চিকিৎসক, নার্স ও কর্মচারীদের সুরক্ষায় ব্যবহারের জন্য চকবাজার ব্যবসায়ী সমিতি ও স্বদেশী বস্ত্রালয় ব্যবসা প্রতিষ্ঠানের উদ্যোগে এসব মাস্ক হাসপাতাল কর্তৃপক্ষকে তুলে দেয়া হয়। স্বদেশী বস্ত্রালয়ের স্বত্বাধিকারী কিছুদিন আগে করোনা আক্রান্ত হয়ে এ হাসাপাতালে চিকিৎসা সেবা নিয়েছেন।

ব্যবসায়ী সমিতির সভাপতি শেখ তোবারক হোসেন ও সাধারণ সম্পাদক শেখ আ. রহিম গত রোববার এসব সুরক্ষা সামগ্রী হাসপাতালের পরিচালক ডা.এইচ.এম সাইফুল ইসলামের কাছে হস্তান্তর করেন। পরিচালক ডা. এইচএম সাইফুল ইসলাম ব্যবসায়ীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, দেশে করোনা রোগী বেড়ে যাওয়ায় হাসপাতালে রোগীর চাপ বেড়েছে। রোগীদের সেবা দিতে গিয়ে সুরক্ষার জন্য চিকিৎসক, নার্স ও কর্মচারীদের অধিকহারে মাস্ক প্রয়োজন। চকবাজার ব্যবসায়ী সমিতি সময়োপযোগী পদক্ষেপ নেয়ায় তাদেরকে ধন্যবাদ জানান পরিচালক। তিনি করোনা মহামারির এই দুঃসময়ে সমাজের বিত্তবানদের আর্তমানবতার সেবায় এগিয়ে আসারও আহবান জানান। এসময় উপস্থিত ছিলেন হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) এসএম মনিরুজ্জামান, ইনডোর চিকিৎসক পরিষদের সভাপতি সুদীপ কুমার, আউটডোর ডক্টরস অ্যাসোশিয়েনের সভাপতি সৌরভ সুতার, সাধারণ সম্পাদক নুরুন্নবী তুহিন, সেবা তত্ত্বাবধায়ক সেলিনা আক্তার, চকবাজার ব্যবসায়ী সমিতির সহ-সভাপতি জিয়াউল আলম ও স্বদেশী বস্ত্রালয়ের পক্ষে তাপস ভূঁইয়া।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন