বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

পশ্চিমবঙ্গে সহিংসতায় নিহত ১২

শান্ত থাকার আহবান মমতার

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৫ মে, ২০২১, ১২:০১ এএম

ভারতের পশ্চিমবঙ্গে নির্বাচন পরবর্তী সহিংসতায় অন্তত ১২ জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে বিজেপি ও তৃণমূল কংগ্রেস- উভয় দলের লোকজনই রয়েছে। উদ্ভ‚ত পরিস্থিতিতে সবাইকে শান্ত থাকা এবং রাজ্যে শান্তি বজায় রাখার আহবান জানিয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যে সহিংসতার জন্য বিজেপিকে দায়ী করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে রক্তপাতের জন্য তৃণমূলকে দায়ী করে বুধবার মমতা শপথের দিন পশ্চিমবঙ্গে ধিক্কার দিবস এবং দেশজুড়ে বিক্ষোভের ডাক দিয়েছে বিজেপি। ধিক্কার দিবসের কর্মস‚চিতে যোগদান এবং আক্রান্ত দলীয় কর্মীদের দেখতে মঙ্গলবার দুই দিনের সফরে পশ্চিমবঙ্গ যাচ্ছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা। সামগ্রিক পরিস্থিতি নিয়ে রাজ্যের কাছ থেকে প্রতিবেদন চেয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সোমবার বিকাল ৫টার দিকে বিজেপির রাজ্য প্রধান দিলীপ ঘোষ এবং সন্ধ্যায় তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ঘণ্টাখানেক ধরে বৈঠক করেন রাজ্যের গভর্নর জগদীপ ধানখড়। বিজেপি জানিয়েছে, সহিংসতায় তাদের অন্তত ছয় কর্মী নিহত হয়েছে। এছাড়া হামলার শিকার হয়েছে আরও অনেকে। অনেকের বাড়িঘর ও দলীয় অফিসে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ করা হয়েছে। তৃণমূল জানিয়েছে, বিজেপি কর্মীরা তাদের অন্তত পাঁচ সমর্থককে হত্যা করেছে। এর মধ্যে শুধু পূর্ব বর্ধমানেই তিন জনকে হত্যা করা হয়েছে। হুগলিতে নিহত হয়েছে আরও একজন। দক্ষিণ ২৪ পরগণার ভাঙড়ে বাম-কংগ্রেসের অংশীদার ইন্ডিয়ান সেক্যুলার ফ্রন্ট (আইএসএফ)-এর এক কর্মী নিহত হয়েছে। সহিংসতা বন্ধের আহবান জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ‘রাজ্যের শান্তির, সংস্কৃতির একটা ধারা আছে। সেটাকে বজায় রাখতে হবে। বিজেপি এর পরেও গোলমাল করছে। আমি বলছি শান্ত থাকুন। এখন প্রয়োজন মানুষের পাশে দাঁড়ানো। রাজ্যে করোনা সংক্রমণে প্রচুর মানুষ বিপদে পড়েছেন। এই বিষয়টা আমাদের আগে দেখতে হবে। বিজেপি-র বুঝতে হবে তারা শাহেনশা নয়। এসব মানুষ ঠিক করে। আমরা ৩৬৫ দিন মানুষের কাজ করি। মানুষকে উজ্জীবিত করি। মোদির অশ্বমেধের ঘোড়া রাজ্যের জাত-ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষ রুখে দিয়েছে। বাংলার মায়েরা ও তরুণরা পারে বিজেপিকে রুখে দিতে। বিজেপিকে রুখে দেওয়ার সব কৃতিত্ব জনগণের।’ তিনি বলেন, ‘বর্ধমানে তৃণমূল কর্মীকে খুন করেছে বিজেপি। কোচবিহারে আক্রান্ত হচ্ছেন তৃণমূল কর্মীরা। কোচবিহারের এসপি বিজেপির হয়ে কাজ করছেন। কয়েকজন পুলিশ বিজেপির হয়ে আসরে নেমেছিল। সেইসব পুলিশ অফিসার মনে করে ঠিক কাজ করেছে, আমি মনে করি না। আইন সামলানোর দায়িত্ব পুলিশের। এটা পরে বুঝবো।’ বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেছেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায় শান্তি আহবান জানিয়েছেন, এটা ভালো দিক। পরিস্থিতি যদি শান্ত না হয়, তবে আমরা প্রতিবাদ কর্মস‚চি ও ধর্ণায় যোগ দেবো। এনডিটিভি, কলকাতা ২৪।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন