বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

লোহাগাড়ায় এক মাসে ১ লাখ ৩৯ হাজার ইয়াবা উদ্ধার : আটক ৪৩

তাজ উদ্দীন, লোহাগাড়া (চট্টগ্রাম) থেকে | প্রকাশের সময় : ৫ মে, ২০২১, ১২:০১ এএম

করোনাকালীন চলমান লকডাউনকে ইয়াবা পাচারের সুযোগ মনে করে পন্যবাহী ট্রাক, কার্ভাড ভ্যান, প্রাইভেটকারসহ জরুরি সেবায় নিয়োজিত বিভিন্ন পরিবহনে ইয়াবা পাচারের চেষ্টা চালাচ্ছে ইয়াবা ব্যবসায়ীরা। ইয়াবা ব্যবসায়ীদের কাছ থেকে অর্থের বিনিময়ে সুকৌশলে দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পৌছে দিচ্ছে ইয়াবা পাচারকারীরা। লোহাগাড়া থানা পুলিশের তৎপরতায় গত এপ্রিল মাসেই লোহাগাড়া থানায় আটক হয়েছে ১ লাখ ৩৯ হাজার পিস ইয়াবা। যার আনুমানিক মূল্য ৪ কোটি টাকা। পাচারকাজে জড়িত ৪৩ জনকে আটক করা হয় এবং ২৫টি মামলা হয়। পুরুষের পাশাপাশি একাদিক নারীও ইয়াবা পাচারকালে ইয়াবাসহ আটক হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এসব মাদক আটক করেছে বলে জানিয়েছেন লোহাগাড়া থানার ওসি জাকের হোসাইন মাহমুদ। তিনি আরো বলেন, চলমান লকডাউনে আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিতে পাচারকারীরা নিত্যনতুন কৌশল অবলম্বন করে যাচ্ছে। চাকার ভেতর, গ্যাস সিলিন্ডারে, গাড়ির যন্ত্রাংশে লুকিয়ে ইয়াবা পাচার করতে গিয়ে বিভিন্ন সময়ে অনেকেই ইয়াবার চালান নিয়ে আমাদের হাতে আটক হয়েছেন। বিগত ২ বছরের মধ্যে এই লকডাউনের এপ্রিল মাসে সবচেয়ে বেশি ইয়াবা উদ্ধার হয়ে বলে জানিয়েছেন তিনি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন