বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

ভারতের আসামে মাওলানা আজমলের চমক

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ৫ মে, ২০২১, ১১:৪৬ এএম

ভারতের আসামে বিধানসভা নির্বাচনে আবারও বিজেপি ক্ষমতায় এসেছে। সদ্য সমাপ্ত নির্বাচনে বিজেপি একজন মুসলিম প্রার্থী দিয়েছিল, তিনি পরাজিত হয়েছেন।
আসামের গত ৫০ বছরের ইতিহাসে এই প্রথম ১২৬ সদস্যবিশিষ্ট রাজ্য বিধানসভায় সরকারি দলের কোনো মুসলিম সদস্য নেই।

বিজেপি, অসম গণপরিষদ (এজিপি) ও বড়োল্যান্ড পিপলস ফ্রন্ট ((বিপিএফ) জোট ২০১৬ সালের নির্বাচনে ৮৬টি আসনে জয়ী হয়েছিল। এতে মাত্র একজন মুসলিম প্রার্থী জয়ী হয়েছিলেন। তিনি হলেন আমিনুল হক লস্কর। বিজেপি এবার বিপিএফকে বাদ দিয়ে ইউনাইটেড পিপলস পার্টি লিবারেলক জোটসঙ্গী করে।

লস্কর পরিষদের ডেপুটি স্পিকার হয়েছিলেন। এবারো তিনি প্রার্থী ছিলেন, কিন্তু বাঙালি অধ্যুষিত বরাক উপত্যকার সোনাই আসনে তিনি বদরুদ্দিন আজমলের অল ইন্ডিয়া ইউনাইটেড ডেমোক্র্যাটিক ফ্রন্টের (এআইইউডিএফ) প্রার্থীর কাছে ১৯,৬৫৪ ভেটে হেরে গেছেন।

এআইইউডিএফ এই নির্বাচনে কংগ্রেসের নেতৃত্বাধীন ১০ দলীয় মহাজোটের অংশীদার ছিল। নির্বাচনে এই জোট ৫০টি আসন পায়। আর বিজেপি জোট ৯৫টি আসনে জিতে সরকার গঠন করতে যাচ্ছে।

আসামে সরকার দলে কোনো মুসলিম এমএলএ বা বিধায়ক না থাকলেও বিরোধীদের আছে ৩১ জন। ১৯৮৩ সালের পর (ওইবার মুসলিম ছিল ৩৩ জন) এবারই রাজ্য বিধানসভায় সর্বাধিক সংখ্যক মুসলিম প্রবেশ করছেন।

মহাজোট থেকে নির্বাচিত ৩১ জন মুসলিমের মধ্যে ১৬ জন হলেন কংগ্রেসের, ১৫ জন আজমলের এআইইউডিএফের। এআইইউডিএফ মাত্র ২০টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে এই সাফল্য পেয়েছে। তাদের সফলতার হার ৮০ ভাগ। আর কংগ্রেসের হয়ে ৯৫ জন প্রতিদ্বন্দ্বিতা করে সাফল্যের হার ৩০.৫২ ভাগ।

ফলে বদরুদ্দিন আজমলের ভিত আরো মজবুত হলো এই নির্বাচনের মাধ্যমে। উল্লেখ্য, তিনি একইসাথে ব্যবসায়ী, রাজনীতিবি, লোকহিতৈষী ও আলেম। আতরের ব্যবসায় তার বেশ সুনাম রয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (6)
Nakib Ullah Mahbub ৫ মে, ২০২১, ১:০২ পিএম says : 0
শুভকামনা মাওলানা বদর উদ্দিন আজমলের জন্য।
Total Reply(0)
Israt Jahan Mim ৫ মে, ২০২১, ১:১৪ পিএম says : 1
মাশাআল্লাহ
Total Reply(0)
তরিকুল ইসলাম ৫ মে, ২০২১, ১:১৪ পিএম says : 0
Congratulations মাওলানা সাহেব
Total Reply(0)
Omar faruk Pintu ৫ মে, ২০২১, ১:১৫ পিএম says : 0
বদরুদ্দীন আজমলের প্রতি আমাদের অভিনন্দন
Total Reply(0)
Kamal Hasan ৫ মে, ২০২১, ১:১৬ পিএম says : 0
মহান আল্লাহ পাক তাদের বিজয়কে মানবতার জন্য কবুল করুন।
Total Reply(0)
ABU ABDULLAH ৫ মে, ২০২১, ৭:৪৪ পিএম says : 0
তিনি দুবাই আজমলের মালিকের ছেলে আল্লাহ তাহাকে হায়াতে তায়েবা দান করুন
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন