শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

বিল গেটস-মেলিন্ডা বিচ্ছেদের নেপথ্যে অ্যান উইনব্ল্যাড?

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৬ মে, ২০২১, ১২:০২ এএম

বিল গেটস এবং মেলিন্ডা গেটস তাদের ২৭ বছরের বিবাহিত জীবনে সম্প্রতি ইতি টানলেন। সম্প্রতি টুইটারে একত্রেই বিচ্ছেদের ঘোষণা করেছেন গেটস ফাউন্ডেশনের দুই কর্তা বিল এবং মেলিন্ডা। এত দীর্ঘ দাম্পত্য কাটানোর পর এমন সিদ্ধান্ত স্বাভাবিক ভাবেই সকলকে অবাক করে তুলেছে। এর বাইরে আরও একটি বিষয় এখন চর্চার কারণ হয়ে উঠেছে। তা হচ্ছে বিল গেটসের সাবেক প্রেমিকা।

পৃথিবীর শীর্ষ ধনীদের একজন বিল গেটস সম্পর্কে অবাক করা একটি তথ্য ঘুরছে বিভিন্ন প্রভাবশালী আন্তর্জাতিক গণমাধ্যমে। নিউইয়র্ক পোস্ট, ডেইলি মেইল বলছে, সদ্য সাবেক স্ত্রী মেলিন্ডা গেটসের সঙ্গে বিশেষ চুক্তি করে পুরোনো প্রেমিকার সঙ্গে প্রতি বছর সৈকতে দীর্ঘ সময় কাটাতেন মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা। ৬৫ বছর বয়সী গেটসের চেয়ে সেই বান্ধবী পাঁচ বছরের বড়। নাম অ্যান উইনব্ল্যাড। মেলিন্ডাকে গেটস যে বছর বিয়ে করেন, সেই ১৯৯৪ সালে অ্যানের সঙ্গে তার ব্রেকআপ হয়।

বিল গেটস এই চুক্তির কথা নিজেও স্বীকার করেছেন। ১৯৯৭ সালে টাইম ম্যাগাজিনের একটি সাক্ষাৎকারে চুক্তির বিস্তারিত তুলে ধরেন তিনি। ওই প্রতিবেদন থেকে জানা গেছে, ১৯৮৪ সালে অ্যানের সঙ্গে প্রথম দেখা হয় গেটসের। অ্যান এক সময় উপলব্ধি করেন, গেটস তার বিলিয়ন ডলার সাম্রাজ্য গড়তে দিন-রাত কাজে ডুবে থাকেন। তাই তিনি অন্য কাউকে বিয়ে করতে চাচ্ছিলেন। গেটস সেটি বুঝতে পেরে নিজে থেকে সরে আসার সিদ্ধান্ত নেন। টাইম ম্যাগাজিনকে তিনি তখন বলেন, ‘মেলিন্ডাকে যখন বিয়ের কথা ভাবি, তখন অ্যানকে ডেকে অনুমতি নেই।’

মেলিন্ডার বিষয়ে অ্যান টাইম ম্যাগাজিনকে বলেন, ‘আমি বলেছিলাম, সে গেটসের জন্য উপযুক্ত। কারণ তার বুদ্ধিবৃত্তিক একটা শক্তি আছে।’ অ্যান উইনব্ল্যান্ড একজন সফটওয়্যার বিশেষজ্ঞ। সিয়াটলের ভেঞ্চার ক্যাপিটালিস্ট। তার কারণে মেলিন্ডার সঙ্গে গেটসের বিচ্ছেদ হয়েছে কি না, সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য দিতে পারেনি কোনো গণমাধ্যম। তবে গেটসের পুরোনো সাক্ষাৎকার থেকে বোঝা গেছে, কমপক্ষে এক দশক অ্যানের সঙ্গে তিনি সময় কাটাতে পারবেন, এমন চুক্তি ছিল মেলিন্ডার সঙ্গে। অ্যান ১৯৯৭ সালে দেয়া সাক্ষাৎকারে বলেছেন, দেখা হওয়ার সময় তারা পৃথিবী নিয়ে আলোচনা করতেন। ব্যবসার বিষয়ে কথা বলতেন। তিনি এখন এক অভিনেতাকে বিয়ে করে সুখে আছেন।

তবে বিয়ের আগেও অন্য মেয়ের প্রেমে পড়েছিলেন মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস। স্ত্রী মেলিন্ডা গেটসের সঙ্গে সাক্ষাত ও বিয়ের পূর্ববর্তী সময়ের মধ্যে মাইক্রোসফটের আরেক নির্বাহী স্টেফানি রিচেলের সঙ্গে তার ৭ মাসের প্রেমের সম্পর্ক গড়ে উঠেছিল। এ সময়ে তাকে প্রচুর রোমান্টিক ইমেইল পাঠিয়েছেন বিল গেটস। যুক্তরাষ্ট্রে লং উইকএন্ড বলে পরিচিত ছুটিতে তাকে নিয়ে ছুটে গিয়েছেন লন্ডনে। সেখানে হোটেলে অবস্থান করেছেন দু’জনে। ঘুরে বেরিয়েছেন সমুদ্র সৈকতে। কখনোবা তারা ছুটে গেছেন নিষিদ্ধ পল্লীতে।

সম্পর্ক ভাঙার কারণ হিসাবে বিল-মেলিন্ডা দু’জনেই কিছু ইঙ্গিত দিয়েছেন। মেলিন্ডা বলেছেন, দিনের মধ্যে ১৬ ঘন্টা কাজ নিয়ে ব্যস্ত থাকেন বিল গেটস। পরিবারের দিকে তার মন নেই। অনেকবার এ নিয়ে তাদের মধ্যে ঝগড়াও হয়েছে। অন্যদিকে মেলিন্ডা সম্পর্কে বিল গেটস বলেছেন, তার তো অনেক বয়ফ্রেন্ড আছে। আর আমার আছে মাইক্রোসফট। এসব নিয়ে সাম্প্রতিক বছরগুলোতে তাদের সম্পর্কে ঝড় চলছিল। সেই ঝড়কে কাটিয়ে সম্পর্ক টিকিয়ে রাখার চেষ্টা করেছিলেন তারা। দাবি করা হয় যে, তাদের বৈবাহিক সম্পর্ক বেশ কয়েকবার ভেঙেই পড়েছিল।

বিল গেটস এবং মেলিন্ডা গেটসকে দেখা হতো ‘পাওয়ার কাপল’ বা শক্তিধর দম্পতি হিসেবে। তাদের জীবনের শুরু ঝড়ো গতিতে। কিন্তু এই চমৎকার ভালবাসার প্রতিদ্বন্দ্বী হয়ে ওঠে বিল গেটসের মাইক্রোসফটের প্রতি অতিমাত্রায় আত্মত্যাগ। এর ফলে এই দম্পতি সুখী দাম্পত্যের সংজ্ঞা খুঁজে পেতে ব্যর্থ হন বলে লিখেছেন সাংবাদিক টম লিওনার্দ। সূত্র : ফক্স বিজনেস, নিউজউইক।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (7)
Fayezur Rahman ৬ মে, ২০২১, ১:১৬ এএম says : 0
Gates, you have bad luck. Your just left spouse who became multimillionaire by you. And Once a lady becomes extremely rich, she needs lots of sex and tries for multiple taste of young men. So, your micro soft heart will look for other cheeks. Hope you get good luck with new era of Freedom.
Total Reply(0)
Shahriar Arik ৬ মে, ২০২১, ১:২৩ এএম says : 0
কি অদ্ভুত তাই না- এত বছরের সম্পর্ক টাকার কাছে হেরে গেল! ডিভোর্স না দিলে স্ত্রী বিল গেটসের ১০% প্রপার্টির ভাগ পেতো--- এখন ডিভোর্স হওয়ায় সে দেশের আইন অনুযায়ী পাবে ৩৫% প্রপার্টি! ???? বিল গেটস তার সব প্রপার্টি ডোনেশন সংস্থায় উইল করেছেন যেখানে উল্লেখ করা তিনি মারা গেলে তার ছেলে-মেয়ে, স্ত্রী এই প্রপার্টির ১০% করে পাবে! গেটসের জীবন গল্প এটাই প্রমাণ করে--- 'টাকা ছাড়া স্ত্রীর ভালবাসাও পাওয়া যায় না!
Total Reply(0)
Atanu Samadder ৬ মে, ২০২১, ১:২৪ এএম says : 0
আমার মনে হয়, গেটস দম্পতি একটা চতুরতার আশ্রয় নিয়েছে। বিশেষ করে মেলিন্ডা গেটস সে মনে করতে পারে যে অর্থ ছাড়া ভবিষ্যতে তাদের সন্তান দের কেউ মূল্যায়ন না ও করতে পারে, তাই সব কিছু ঠিক রেখে শুধু দাম্পত্য বিচ্ছেদ করে শর্ত অনুযায়ী বিশাল অর্থ নিয়ে সন্তান দের ভাল অবস্থানে রাখা আর দাম্পত্য বাদে সবকিছুই তো ঠিক থাকবে। আরও একটা বিষয় যে বাংলাদেশে হলে তাদের সন্তানেরা বাবার মুখ দেখতে চাইতনা এমনকি সরিয়েও দিতে পারত।
Total Reply(0)
Lokman Khan ৬ মে, ২০২১, ১:২৪ এএম says : 0
এতোদিন বিল গেটসের সফলতার ভিবিন্ন বানী ভিবিন্ন মানুষকে বলতে এবং অনুসরন করতে শুনেছি। কিন্তু যেনে রাখা ভালো ধন-সম্পদ আর টাকা-পয়সার মধ্যে জীবনের উদ্দেশ্য, সফলতা,সুখ,আত্মতৃপ্তী নিহিত নয়। বিল গেটস দম্পত্তি সেটাই প্রমান করলো। এবার কি জনগন বিল গেটসের ব্যর্থতার গল্প/বানীও শুনবে এবং অনুসরন করবে?
Total Reply(0)
MD Abul Kalam ৬ মে, ২০২১, ১:২৫ এএম says : 0
মনে যদি সুখ না থাকে পৃথিবীর শ্রেষ্ঠ ধনী হলেও শান্তি থাকে না। টাকা পৃথিবীর শেষ কথা নয় প্রমাণিত।
Total Reply(0)
Mansur Ibn Hisham ৬ মে, ২০২১, ১:২৫ এএম says : 0
দুনিয়ার ধন সম্পদ সব ক্ষনস্থায়ী। তুমি সম্পদের পাহাড় গড়বে? সাথে কিছুই নিয়ে যেতে পারবে না। সব ভোগ করবে অন্য কেউ। যে যত সম্পদের পাহাড় গড়েন না কেন পরকালের জন্যও কাজ করে যান। বেশি করে দান করুন। ঈমান -আমল সংশোধন করুন। এই পবিত্র মাসে এই নিয়ত আমরা সকলে করি।
Total Reply(0)
Md Imdad ৬ মে, ২০২১, ১:২৬ এএম says : 0
আমরা অনেকে ভাবি বা মনেকরি আমাদের টাকা হলে সংসারে সুখ আসবে কিন্তু দেখুন সুখ একটি আল্লাহ এর দেয়া নিয়ামত তাই আমরা সুখ ,শান্তি কামনা করি বেশি করব টাকা তার কোনো ক্ষমতা নেই এটি তার প্রমাণ
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন