বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

স্বীকারোক্তি আটক নূর ইসলামের

খুলনায় শাহ নেওয়াজ হত্যা

খুলনা ব্যুরো : | প্রকাশের সময় : ৬ মে, ২০২১, ১২:০১ এএম

নগরীর সোনাডাঙ্গা থানা এলাকায় মঙ্গলবার রাতে প্রকাশ্যে যুবক শাহ নেওয়াজকে কুপিয়ে হত্যার মামলার ২য় আসামি নুর ইসলাম আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছে। গতকাল বুধবার দুপুরে খুলনা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তরিকুল ইসলামের আদালতে এ হত্যাকান্ডে নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করে সে। এর আগে পুলিশ তাকে খুমেক হাসপাতাল এলাকা থেকে গ্রেফতার করে। সে হাফিজনগর এলাকার রাঙ্গা মিয়ার বস্তির বাবুল হাওলাদারের ছেলে।

মামলার তদন্ত কর্মকর্তা জানান, পূর্ব শত্রুতা ও টাকার লেনদেনকে কেন্দ্র করে মঙ্গলবার রাতে শাহ নেওয়াজকে হত্যা করা হয়। প্রথমে তাকে সেলুনের সামনে থেকে ধাওয়া দিলে মটরসাইকেল ফেলে সে বয়রা ক্রস রোডের সোহরাব হোসেন খানের বাড়িতে ঢুকে পড়লে সন্ত্রাসীরা তাকে সেখানে কুপিয়ে মারাত্মক জখম করে পালিয়ে যায়। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে ওই ঘটনায় নিহতের ভাই থানায় মামলা দায়ের করেন। বুধবার সকালে নূর ইসলামকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে এ হত্যা মিশনে তার অংশগ্রহণের কথা স্বীকার করে। সে সহ আরো ১২ জনের অংশগ্রহণের তথ্য দিয়েছে। ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি শেষে আদালত নূর ইসলামকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন