শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

বেডে বেডে লাশ, আইসিইউতে তালা দিয়ে পালিয়েছেন ডাক্তার-নার্স-স্টাফরা

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ৬ মে, ২০২১, ১০:৩৫ এএম

করোনায় ভারতের এক ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি করেছে। মানবিক বিপর্যয় ঘটছে সেখানে। হাসপাতালগুলোতে পড়ে আছে লাশ আর লাশ। ঘটছে সব অমানবিক ঘটনা। হাসপাতালের ডাক্তার-নার্স- স্টাফরা লাশ ফেলে পালিয়ে যাবার মত ঘটনাও ঘটছে।

জানা যায়, ভারতের গুরগাঁওয়ের একটি হাসপাতালের আইসিইউ। বাইরে থেকে তালা দেয়া। ভিতরে করোনায় আক্রান্ত আশঙ্কাজনক রোগী। তাদের স্বজনরা সেখানে গিয়ে দেখলেন বাইরে থেকে তালা দেয়া। হাসপাতালে কোনো স্টাফ, কর্মকর্তা, কর্মচারি কিছুই নেই। চারদিক সুনশান নীরবতা। এ অবস্থায় তারা একটি আইসিইউতে প্রবেশ করেন। দেখেন বেডে বেডে মরে পড়ে আছেন রোগী।

গা শিউরে উঠা এমন দৃশ্য দেখে আকাশ বিদীর্ণ করে চিৎকার করলেন তারা। কেউ এগিয়ে এলো না। তারা দেখলেন আইসিইউ বেডে রোগীদের ওপর ফোকাস করে রাখা ক্যামেরা। একজন রোগীর মৃতদেহ পড়ে আছে মেঝেতে। না, এটা কোনো হরর ছবির দৃশ্য নয়। একেবারে গা শিউরে উঠার মতো সত্য ঘটনা।

এমনভাবেই ভারতকে গ্রাস করেছে করোনা ভাইরাস। এই দৃশ্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। তাতে বলা হয়েছে, গুরগাঁওয়ে অবস্থিত কৃতী হাসপাতালে এ ঘটনার সূত্রপাত। সেখানে শুক্রবার রাতে করোনায় মারা যান কমপক্ষে ৬ রোগী। এদিনই ওই ভিডিও ধারণ করা হয়েছে। বলা হচ্ছে, অক্সিজেন সঙ্কটের কারণে মারা গিয়েছেন এসব রোগী। এর মধ্যে তিনজন মারা গেছেন আইসিইউতে।

ভিডিওতে দেখা যায়, রোগীদের আত্মীয়রা হাসপাতালে প্রবেশ করে দেখেন ভিতরে ফাঁকা। কোথোও কোনো ডাক্তার নেই। স্টাফ নেই। টেবিলগুলো পড়ে আছে শূন্য। এ অবস্থায় তারা এক ওয়ার্ড থেকে আরেক ওয়ার্ডে দৌড়াতে থাকেন উন্মাদের মতো। কিন্তু না, কোনো সাহায্য পেলেন না। কে সাহায্য করবে? পুরো হাসপাতালের ডাক্তার, স্টাফ, নার্সরা তো এ অবস্থায় হাসপাতাল ছেড়ে পালিয়েছেন। ভিডিওতে একজনকে বলতে শোনা যায়, কোনো ডাক্তার নেই হাসপাতালে। কোনো কেমিস্ট নেই। রিসেপশনে কেউ নেই।

ভিডিওতে দেখা যায়, এসব রোগীর পরিবারের সদস্যরা নার্স স্টেশনের ভিতর দিয়ে, ওয়ার্ডে এবং কেবিনে ডাক্তার, নার্স, স্টাফদের খুঁজে হন্যে হচ্ছেন। খবর যায় পুলিশে। তারা পুলিশের সঙ্গে যুক্তিতর্কে লিপ্ত হন। জানতে চান কিভাবে রোগীদের এভাবে ফেলে রেখে, তাদেরকে মৃত্যুমুখে ঠেলে দিয়ে চিকিৎসকরা পালিয়ে যেতে পারেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (10)
MD mohsin uddin kanon ৬ মে, ২০২১, ১১:০৯ এএম says : 0
আল্লাহ পাকের সাথে তোমরা শিরক করা থেকে বিরত থাক। আল্লাহ তোমাদেরকে হেফাজত করবেন।
Total Reply(0)
Shipon Mahmud Emu ৬ মে, ২০২১, ১:০৫ পিএম says : 1
মানবিক বিপর্যয়, আমার মনে হচ্ছে ডাক্তাররা এখন আর মানুষিক চাপ নিতে পারছেনা।
Total Reply(0)
মোঃ হাফিজুল ইসলাম সোহাগ ৬ মে, ২০২১, ১:০৫ পিএম says : 0
আল্লাহ আমাদের মাতৃভূমিকে রক্ষা করো এ মহামারি থেকে এবং সবাইকে হেফাজত করুন।
Total Reply(0)
Mohammad Saidul ৬ মে, ২০২১, ১:০৬ পিএম says : 0
আমাদের দেশের গণমাধ্যম সারাদিনে 70 পার্সেন্ট ভারতের নিউজ করে
Total Reply(0)
Tawhid ৬ মে, ২০২১, ১:০৭ পিএম says : 0
chigisa bebosha nimno maner seta proman.
Total Reply(0)
ডালিম ৬ মে, ২০২১, ১:১৮ পিএম says : 0
একমাত্র আল্লাহই পারে এই বিপদ থেকে রক্ষা করতে
Total Reply(0)
Zia Ul Haque ৬ মে, ২০২১, ৫:১৫ পিএম says : 0
জীবিত ব্যক্তিরা করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ওই হাসপাতালে ভর্তি হয়েছিলেন। কিন্তু অক্সিজেন সংকটে তাদের মৃত্যু হয়।
Total Reply(0)
Atiqul Dodul ৬ মে, ২০২১, ৫:১৭ পিএম says : 0
সরকারকে প্রকাশ্যে তওবা করতে হবে আর কোন মসজিদ ভাঙ্গবে না, গোমাংশের অজুহাতে মুসলিম হত্যা করবে না , তা হলে হয়তো আল্লাহ গজব তুলে নিবেন ।
Total Reply(0)
Nasir Khan ৬ মে, ২০২১, ৫:১৭ পিএম says : 0
বিজেপির সর্বভারতীয় সভাপতি নাড্ডা এবং ইউপির মূখ্যমন্ত্রীর পাপে দিল্লিতে এমনটি হচ্ছে বলে ওয়াকিবহাল মহলের বিশ্বাস।
Total Reply(0)
নূরউদদিন ৮ মে, ২০২১, ৬:৩৯ এএম says : 0
আমরা নিজেরাই আমাদের কৃতকরমের ফল ভোগ করছি।
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন