শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

নেছারাবাদে ৩৩৩-এ কল দিয়ে খাবার পেল অসহায় পরিবার

নেছারাবাদ (পিরোজপুর) সংবাদদাতা | প্রকাশের সময় : ৬ মে, ২০২১, ১২:৫৫ পিএম

নেছারাবাদে ৩৩৩-এ কল করে প্রধানমন্ত্রীর খাদ্য সহায়তা পেল ১৩ টি পরিবার। বৃহস্পতিবার সকালে উপজেলার প্রত্যন্ত এলাকার ১৩টি পরিবারের মাঝে ওই খাদ্য সহায়তা তুলে দেয়া হয়।

লকডাউনে কর্মহীন হয়ে পড়া ওই মানুষগুলো অসহায় হয়ে পড়েন। পরে টিভি বিভিন্ন মানুষের মাধ্যমে জেনে তারা ৩৩৩ নম্বরে কল দিয়ে খাদ্য সহায়তা চান। ফোন পেয়ে উপজেলা নির্বাহী অফিসার মো: মোশারফ হোসেন এর অনুমতিক্রমে তাদের মাঝে চাল,ডাল,তেল,লবন,চিড়া,সেমাই খাদ্য সামগ্রী তুলে দেয়া হয়।

বৃহস্পতিবার দুপুরে নেছারাবাদ উপজেলা পরিষদের সামনে বসে অসহায়দের হাতে খাদ্য সামগ্রী তুলে দেন নেছারাবাদ উপজেলা চেয়ারম্যান আব্দুল হক।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান রনি দত্ত, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মানষ কুমার দাস প্রমুখ।

এদিকে একইসাথে উপজেলার কৌড়িখারাধীন নদী ভাঙন কবলিত ৫টি পরিবারের মাঝেও প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী(প্যাকেটজাত খাবার) দেয়া হয়।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মানষ কুমার দাস বলেন, ৩৩৩ নম্বরে কল পেলে ইউএনও মহোদয়ের নির্দেশক্রমে তথ্য যাচাই বাছাই করে তালিকা তৈরী করি। পরে তালিকায় নামধারী ব্যক্তিদের ডেকে এনে অথবা বাড়ী গিয়ে তাদের হাতে মাননীয় প্রধানমন্ত্রীর দেয়া খাদ্য সামগ্রী তুলে দেয়া হয়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন