শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

চারদিনেও নেভানো যায়নি সুন্দরবনের আগুন!

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৬ মে, ২০২১, ৫:২৮ পিএম

আজ বৃহস্পতিবার চতুর্থ দিন বিকেলেও সুন্দরবনের শরণখোলা রেঞ্জের দাসের ভারনী এলাকার বনে লাগা আগুন নেভানো সম্ভব হয়নি। ফায়ার সার্ভিসের ৩টি ইউনিটসহ বন বিভাগ ও সুন্দরবন সুরক্ষায় ভিটিআরসি টিমের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন।

গত চারদিন ধরে গাছপালা ও লতাগুল্ম জ্বলতে থাকায় সংকটে সুন্দরবনের পুরো জীববৈচিত্র্য। গত সোমবার বেলা ১১টায় শরণখোলা রেঞ্জের দাসের ভারনী এলাকার বনে আগুন লাগে। মঙ্গলবার বিকেলে ৩০ ঘণ্টা পর বন বিভাগ ও ফায়ার সাভির্সের ৩ ইউনিট আগুন নিয়ন্ত্রণের কথা জানায়। কিন্তু বুধবার ভোর থেকে একই স্থানে ফায়ার লাইনের মধ্যে ধোঁয়ার কুণ্ডলী পাকিয়ে আবারও আগুন জ্বালা শুরু করে। গত চারদিন ধরে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিটসহ বন বিভাগ ও সুন্দরবন সুরক্ষায় ভিটিআরসি টিমের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে কাজ চালিয়ে যাচ্ছে বলে জানা যায়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
সান্তানুর রহমান খোকন ৬ মে, ২০২১, ৭:১২ পিএম says : 0
গতকালের ঘটনা আজ নতুন করে পাঠিয়ে বিভ্রান্ত করছে!
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন