শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

খাগকান্দায় শিয়াল আতংক আক্রমণে আহত ২৫

প্রকাশের সময় : ১৭ সেপ্টেম্বর, ২০১৬, ১২:০০ এএম

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) উপজেলা সংবাদদাতা

আড়াইহাজারের খাগকান্দা ইউনিয়নের কয়েকটি গ্রামে পাগলা শিয়াল আতংক দেখা দিয়েছে। শিয়ালের আক্রমণ থেকে বাঁচতে জনগণ টেটা বল্লম হাতে নিয়ে রাত জেগে পাহাড়া দিচ্ছে। গত ৩ দিনে পাগলা শিয়ালের হামলায় নারীসহ অন্তত ২৫ জন আহত হয়েছে। মঙ্গলবার হতে গতকাল বৃহস্পতিবার বিকাল পর্যন্ত খাগকান্দা ইউনিয়নের লালুরকান্দী, ডোমারচর, তাতুয়াকান্দা ও নয়নাবাদ গ্রামে শিয়ালের আক্রমণের ঘটনা ঘটে। এলাকাবাসী জানায়, কয়েক দিন ধরে পাগলা শিয়ালের উৎপাত বেড়ে গেছে এলাকাতে। যাকে সামনে পায় তাকেই আক্রমণ করা হচ্ছে। আহতদের মধ্যে কামাল হোসেন, আলাউদ্দিন, মাহিন, আক্তার বেগম, বারেক, শহিদুল্লাহ, রাসেল, আসাদ, কাউছার ও ফাতেমা বেগমসহ অন্তত ২৫ জন রয়েছে। ডোমার চরের মজিবুর রহমান জানান, কয়েকটি গ্রামে দিনের বেলায় পাগলা কুকুর আর রাতে বেলায় শিয়ালের উৎপাত চরম ভাবে বৃদ্ধি পেয়েছে। সন্ধ্যার পর ঘর থেকে বের হতে হলে হাতে লাঠি নিয়ে বের হতে হচ্ছে। এলাকাবাসী জানায়, যখন কুকুর আসে তখন শিয়াল পালায়। কুকুর চলে গেলে শিয়াল আসে। এই যন্ত্রণায় আছেন গ্রামবাসী। বর্তমানে কুকুরের চেয়ে শিয়ালের উৎপাত বেশী। আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ হাবিব ইসমাইল ভুইয়া জানান, উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে শিয়ালের আক্রমণের ১২ জন নারী-পুরুষ চিকিৎসার জন্য এসেছেন। বাকিরা ঢাকায় চিকিৎসা নিয়েছেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন