শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

সিলেটে করোনায় মৃত্যু হলো আরো ২জনের, আক্রান্ত ৭৪, সুস্থ ৪৮

সিলেট ব্যুরো | প্রকাশের সময় : ৭ মে, ২০২১, ৪:২৯ পিএম

করোনায় আক্রান্ত হয়ে একদিনে প্রাণ হারিয়েছেন আরও ২ জন সিলেটে। গত ২৪ ঘন্টায় আক্রান্ত সনাক্ত হয়েছেন ৭৪ জন। এরমধ্যে ৫১ জনই সিলেটের। একই সময়ে চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন ৪৮ জন। আজ শুক্রবার (৭ মে) স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক ডা. সুলতানা রাজিয়া স্বাক্ষরিত এক প্রতিবেদনের তথ্যানুযায়ী, গত ২৪ ঘন্টায় সিলেটের চারটি ল্যাবে নমুনা পরীক্ষায় করোনা আক্রান্ত সনাক্ত হয়েছেন ৭৪ জন। এর মধ্যে সিলেট ৫১, হবিগঞ্জের ১৭, সিলেট ওসমানী মেডিক্যালে করোনা সনাক্ত হয় আরও ৬ জনের। নতুন এই ৭৪ জন সহ সিলেট বিভাগে করোনা প্রমাণিত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২১ হাজার ০৭৭ জন। এরমধ্যে শুধুমাত্র সিলেট জেলায় আক্রান্ত হয়েছেন ১৩ হাজার ৫৭২ জন। এছাড়া সুনামগঞ্জে ২ হাজার ৭৪৯ জন, হবিগঞ্জে ২ হাজার ৪১৩ জন ও মৌলভীবাজারে ২ হাজার ৩৪৩ জনের করোনায় আক্রান্ত সনাক্ত হয়েছে। গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ৪৮ জন। এরমধ্যে সিলেটের ৪৪ ও হবিগঞ্জের ৪ জন। এ নিয়ে সুস্থ হওয়ার সংখ্যা দাঁড়ালো ১৯ হাজার ৮৩৪ জন। এর মধ্যে সিলেট ১৩ হাজার ১৪১ জন, এছাড়া এখন পর্যন্ত সুনামগঞ্জে ২ হাজার ৬৫২ জন, হবিগঞ্জে ১ হাজার ৮৪০ জন ও ২ হাজার ২০১ জন সুস্থ হয়েছেন মৌলভীবাজারে। গত ২৪ ঘণ্টায় সিলেট হাসপাতালে ভর্তি হয়েছেন ১০ জন করোনা আক্রান্ত রোগী। সবিমিলিয়ে বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ২১০ জন। এরমধ্যে সিলেট ১৯৬ জন, সুনামগঞ্জে ২ জন, হবিগঞ্জে ১০ জন ও ২ জন মৌলভীবাজারে। গত ২৪ ঘন্টায় সিলেট বিভাগে মারা গেছেন ২ জন। মৃত্যু দুই জনই সিলেটের। এ পর্যন্ত বিভাগে করোনায় মৃতের সংখ্যা এখন ৩৬৪ জনে। এর মধ্যে সিলেট ২৯১ জন, সুনামগঞ্জে ২৭ জন, হবিগঞ্জে ১৮ জন ও ২৮ জন রয়েছেন মৌলভীবাজারের।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন