বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

দক্ষিনাঞ্চলে জুমাতুল বিদার জামাতে মসজিদগুলোতে মুসুল্লীদের ভীড়

বরিশাল ব্যুরো | প্রকাশের সময় : ৭ মে, ২০২১, ৪:৩৪ পিএম

বরিশাল সহ দক্ষিণাঞ্চলের সর্বত্রই জামাতুল বিদার জামাতে মসজিদগুলোতে মুসুল্লীদের ভীড় ছিল লক্ষণীয় মাত্রায়। প্রতিটি মসজিদেই মাস্ক পড়ে ও স্বাস্থ্যবিধি মেনে মুসুল্লীগন নামাজ আদায় করেন। খোৎবা পূর্ব বয়ানে ইমাম ছাহেবগন সকলকে ইসলামের হুকুম আহকাম মেনে চলার তাগিদ দেন।
বরিশাল মহাগরীর চকবাজার জামে এবাদুল্লাহ মছজিদে নামাজ শেষে মিলাদ ও দোয়া মাহফিলে করোনা ভাইরাস সহ সবধরনের বালা মুসিবত থেকে মহান আল্লাহ রাবাবুল আলÑআমীনের রহমত কামনা করে মোনাজাত করা হয়। মছজিদের খতিব আলহাজ হজরত মাওলানা মির্জা নুরুর রহমান বেগ ছাহেব নামাজে ইমামতি ও মিলাদ শেষে দোয়া মোনাজাত পরিচালনা করেন।

দক্ষিণাঞ্চলে জামাতুল বিদার সবচেয়ে বড় জামাত অনুষ্ঠিত হয় ফরিদপুরের বিশ^ জাকের মঞ্জিলে। দেশের বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন বিকল্প ব্যবস্থায় মুসুল্লীগন এ জামাতে অংশ নেন। জুমার নামাজ শেষে মিলাদ ও দোয়া সহ বিশ^ জাকের মঞ্জিলের পীর ছাহেব হজরত মাওলানা শাহ সুফি সৈয়দ খাজাবাবা ফরিদপুরী (কুঃছেঃআঃ)-এর রওজা শরিফ জিয়ারতেও জাকেরানÑআশেকান সহ মুসুল্লীয়ানগন অংশ নেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন