বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

দৌলতপুর সীমান্তে বিএসএফ’র গুলিতে চোরাকারবারী আহত

দৌলতপুর (কুষ্টিয়া) সংবাদদাতা | প্রকাশের সময় : ৭ মে, ২০২১, ৭:৪৭ পিএম

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তের ভারত ভূ-খন্ডে বিএসএফ’র গুলিতে সুতুব কানা (৪২) নামে বাংলাদেশী এক মাদক চোরাকারবারী আহত হওয়ার খবর পাওয়া গেছে। সে প্রাগপুর ইউনিয়নের সীমান্ত সংলগ্ন পাকুড়িয়া জামালপুর গ্রামের চঠু বিশ্বাসের ছেলে।

স্থানীয় বিভিন্ন সূত্রে জানাগেছে, সুতুব কানার নেতৃত্বে একদল মাদক চোরাকারবারী বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে ১৫২/১৪(এস) সীমান্ত পিলার সংলগ্ন জামালপুর সীমান্তের ওপার ভারত থেকে মাদক পাচার করছিল। এসময় ভারতের পশ্চিমবঙ্গের নদীয়া জেলার হোগলবাড়িয়া থানার নাসিরাপড়া ক্যাম্পের টহলরত বিএসএফ তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। বিএসএফ’র গুলিতে সুতুব কানা ভারত সীমান্তে পায়ে গুলিবিদ্ধ হলে তার সহযোগীরা তাকে উদ্ধার করে বাংলাদেশ সীমানায় নেয়। পরে তাকে চিকিৎসার জন্য গোপনে কুষ্টিয়ায় প্রেরণ করা হয়।

তবে বিএসএফ’র গুলিতে বাংলাদেশী গুলিবিদ্ধ হয়েছে এমন তথ্য বিজিবি’র কাছে নেই বলে জানিয়েছেন প্রাগপুর বিজিবি কোম্পানী কমান্ডার সুবেদার আমজাদ হোসেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন