শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

পুঠিয়ায় পিকআপ ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে আহত ৮

পুঠিয়া (রাজশাহী) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৭ মে, ২০২১, ৮:১২ পিএম

পুঠিয়ায় পিকআপ ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ৮ জন আহত হয়েছে। শুক্রবার সন্ধ্যা ৬টার সময় উপজেলার ঢাকা-রাজশাহী মহাসড়কের ঝলমলিয়া ইক্ষু ক্রয় কেন্দ্রের কাছে এ দুর্ঘটনাটি ঘটে। আহতরা হলেন, চারঘাট উপজেলার পশ্চিম ভাটপাড়া গ্রামের আব্দুল লতিফ (৫২), জামরুল ইসলাম (৩৫), হেলাল উদ্দিন (২০), ভাসান আলী (৩৫), মুরশিদ আলী (৪৫), রাহুল (১৪) ও জিদাহ (১৭)। আহতরা সকলেই অটোরিকশার যাত্রী ছিলেন।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানাগেছে, নাটোর প্রাণ কোম্পানির কাজ শেষে একটি আটোরিকশায় করে বাড়ি ফিরছিলেন তারা। পথে মধ্যে উপজেলার ইক্ষুক্রয় কেন্দ্রের কাছে পৌঁছানো মাত্রই বিপরীতগামী একটি পিকআপের সাথে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় অটোরিকশায় থাকা যাত্রী সকলেই মহাসড়কের উপর পড়ে আহত হয়। এসময় পিকআপটি দ্রুত পালিয়ে যায়। খবর পেয়ে পুঠিয়া ফায়ারসার্ভিসে কর্মীরা আহতদের উদ্ধার করে পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। গুরুতর আহত আব্দুল লতিফ ও ভাসন আলীকে রামেক হাসপাতালে পাঠানো হয়। বাঁকিদের পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে কর্তব্যরত চিকিৎসক জানান।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন