বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

কাঠ ও বাঁশের উপর দিয়ে ঝুঁকি নিয়ে চলছে যানবাহন

প্রকাশের সময় : ১৭ সেপ্টেম্বর, ২০১৬, ১২:০০ এএম

এস এম হুমায়ুন কবীর, ত্রিশাল (ময়মনসিংহ) থেকে

ময়মনসিংহে ত্রিশাল উপজেলার ত্রিশাল টু ধানীখোলা রাস্তা বৃষ্টির পানিতে ভেঙে গেছে। কাঠ ও বাঁশের উপর দিয়ে ঝুঁকি নিয়ে চলছে যানবাহন। যে কোন সময় দুর্ঘটনার আশঙ্কা। চরম ভোগান্তির শিকার হচ্ছেন চালকসহ জনসাধারণ। সরেজমিন গিয়ে জানা গেছে, গত রোববার সকাল ৯টায় উপজেলার ধানীখোলা ইউনিয়নের মধ্যভাটিপাড়া ব্যাপারী বাড়ি নামক স্থানে ত্রিশাল টু ধানীখোলা রাস্তাটি বৃষ্টির পানিতে ভেঙে সূতিয়া নদীতে গড়িয়ে পড়েছে। রাস্তাটির ভেঙে যাওয়া অংশের পাশেই একটি কালবাট থাকা সত্ত্বেও পানি যাওয়ার মতো কোন ব্যবস্থা না থাকায় রাস্তাটি ভেঙে গেছে বলে অভিযোগ করেন স্থানীয় এলাকাবাসী। ব্যস্তময় এই রাস্তাটিতে এখন ঝুঁকি নিয়ে ৩টি কাঠ ও ৪টি বাঁশের উপর দিয়ে চলছে যানবাহন। উপজেলার রাস্তাগুলোর মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই রাস্তাটি ভেঙে যাওয়ার চরম ভোগান্তির শিকার হচ্ছেন চালক ও জনসাধারণ। কর্তৃপক্ষের কাছে যানবাহনের চালকসহ জনসাধারণ রাস্তাটি অতি দ্রুত মেরামত করে যানচলাচল উপযোগী করার জোর দাবি জানান। স্থানীয় মো. জালাল মিয়া জানান, কালবাট দিয়ে পানি যাওয়ার মতো ব্যবস্থা না থাকায় প্রায় ৮ বছর ধরে কালবাটের পাশ দিয়ে পানি যাচ্ছে। প্রচুর বৃষ্টি হওয়ায় পানি জমে গত রোববার সকালে রাস্তাটি ভেঙে নদীতে গড়িয়ে পড়ে। ইজিবাইক চালক মো. এমদাদুল হক জানান, এই রাস্তা দিয়ে আমরা ধানীখোলা থেকে ত্রিশাল পর্যন্ত যাত্রী নিয়ে চলাচল করি। কাঠের উপর দিয়ে চলাচলে দুর্ঘটনার আশঙ্কা থাকা সত্ত্বেও নিরুপায় হয়ে ধুরু ধুরু বুকে আমার একমাত্র আয়ের উৎস এই গাড়িটি নিয়ে বের হতে হয়েছে।
স্থানীয় ইউপি সদস্য আব্দুল মালেক জানান, গত রোববার সকালে রাস্তা ভেঙে যাওয়ার পর আমি প্রাথমিকভাবে চলাচলের জন্য কাঠ ও বাঁশ বসিয়ে দিয়েছি। পরে বিষয়টি আমি ইঞ্জিনিয়ার কে জানালে তিনি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানিয়েছেন। এ ব্যাপারে উপজেলা প্রকৌশলী মো. ছাবের আলী জানান, প্রাথমিক পর্যায়ে বাঁশ ও কাঠ দিয়ে চলাচলের ব্যবস্থা করেছে স্থানীয়রা এবং খুব দ্রুত ভাঙা অংশটি ভরাটের ব্যবস্থা করা হবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন