মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১, ১৩ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

গভীর রাতে হালদায় অভিযান ঘেরা জাল জব্দ

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ৮ মে, ২০২১, ৯:৪২ এএম

দেশের একমাত্র কার্প জাতীয় মাছের প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র, বঙ্গবন্ধু মৎস্য হেরিটেজ হালদা নদী থেকে মা মাছ নিধনে চোরা শিকারীদের পাতা ১ হাজার মিটার ঘেরা জাল জব্দ করা হয়েছে। শুক্রবার গভীর রাতে নদীর সাত্তারঘাট থেকে আজিমের ঘাটা এলাকা পর্যন্ত অভিযান চালিয়ে এসব জাল জব্দ করে হাটহাজারী উপজেলা প্রশাসন। হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুহুল আমীন বলেন, সাত্তারঘাট থেকে আজিমের ঘাটা এলাকা পর্যন্ত অভিযান চালিয়ে এসব জাল জব্দ করা হয়েছে।

তিনি বলেন, বাংলাদেশে কার্পজাতীয় মাছের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র এবং বঙ্গবন্ধু মৎস্য হেরিটেজ হালদা নদীর মা মাছ রক্ষায় আমাদের নিয়মিত অভিযান পরিচালিত হচ্ছে।
এ অভিযানে আইডিএফ সদস্য, আনসার সদস্য, সমাজকর্মী শেখ মোরশেদুজ্জামান সহায়তা করেছেন। অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন