শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

কোটি টাকার ইয়াবাসহ ৪ পাচারকারী আটক

প্রকাশের সময় : ১৭ সেপ্টেম্বর, ২০১৬, ১২:০০ এএম

উখিয়া (কক্সবাজার) উপজেলা সংবাদদাতা

কক্সবাজারস্থ ৩৪ বিজিবির আওতাধীন মরিচ্যা যৌথ চেকপোস্টের বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে ৫১ হাজার ৮০০ পিস ইয়াবা ট্যাবলেট, ট্রাকসহ ৪ জন পাচারকারীকে আটক করতে সক্ষম হয়েছে। গত বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কক্সবাজার-টেকনাফ সড়কের মরিচ্যা যৌথ চেকপোস্টে এ অভিযান পরিচালনা করেন বিজিবি সুবেদার মোহাম্মদ সাদেক আলী। বিজিবি সূত্রে জানা গেছে, উখিয়া উপজেলার সোনারপাড়া থেকে চিংড়ি পোনা ভর্তি একটি ট্রাকে ইয়াবা পাচার হওয়ার গোপন খবর পেয়ে ট্রাকটিতে তল্লাশি চালায় বিজিবি সদস্যরা। এ সময় ট্রাকের ড্রাইভারের সিটের নিচ থেকে ৫১ হাজার ৮শ’ পিস ইয়াবা উদ্ধারপূর্বক ৪ পাচারকারীকে আটক করা হয়। আটককৃত পাচারকারীরা হলো উখিয়ার সোনারপাড়া এলাকার ছলিম উল্লাহ, খলিলুর রহমান, আহসান উল্লাহ ও তরিকুল ইসলাম। পাচারকারীরা আটককৃত ইয়াবাগুলো সোনারপাড়া এলাকার চিহ্নিত ইয়াবা সিন্ডিকেট ছমি উদ্দিন, জালাল উদ্দিন ও নুরু উদ্দিনের বাহক হিসেবে পাচার করছিল বলে জানা গেছে। জব্দকৃত ইয়াবাসহ ট্রাকের আনুমানিক মূল্য ১ কোটি ৯০ লাখ টাকা বলে বিজিবি সূত্রে জানায়। বৃহস্পতিবার রাতে জব্দকৃত গাড়ি, ইয়াবা ও আসামিদের কক্সবাজারের রামু থানায় সোপর্দ করা হয়েছে। ৩৪ বিজিবি অধিনায়ক লেঃ কর্নেল ইমরান উল্লাহ সরকার ইয়াবা, ট্রাক ও পাচারকারী আটকের কথা সত্যতা স্বীকার করেছেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন