শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

চট্টগ্রামে মাস্ক না পরায় রোদে দাঁড় করিয়ে শাস্তি

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ৮ মে, ২০২১, ৭:২০ পিএম

মাস্ক না পরায় নগরীর আগ্রাবাদের বিভিন্ন এলাকায় পথচারীদের রোদে দাঁড়িয়ে রেখে শাস্তি দিয়েছে পুলিশ। এসময় একই অপরাধে শপিং করতে আসা অনেককে মার্কেট থেকে বের করে দেয়া হয়। শনিবার আখতারুজ্জামান সেন্টার, ব্যাংকক সিঙ্গাপুর মার্কেট এবং লাকি প্লাজা এলাকায় পুলিশি অভিযানে এ শাস্তি দেওয়া হয়।

ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন বলেন, মাস্ক পরতে বাধ্য করা এবং স্বাস্থ্যবিধি মানতে সচেতনতা সৃষ্টি করতেই এ ব্যবস্থা। তিনি বলেন, মাস্ক না পরায় ১০ জনকে মার্কেট থেকে বের করে দেওয়া হয়েছে।

পাশাপাশি স্বাস্থ্যবিধি না মানায় কয়েকটি দোকানকে সতর্ক করে দেওয়া হয়। এছাড়া আগ্রাবাদ মোড়ে মাস্ক না পরায় পথচারীদের ৩০ মিনিট রোদে দাঁড় করিয়ে রাখা হয়। মাস্ক পরতে বাধ্য করতে আরও কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। স্বাস্থ্যবিধি না মানলে দোকানও বন্ধ করে দেওয়া হবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন