শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

ভারতের বিমানবাহী রণতরী বিক্রমাদিত্যে অগ্নিকান্ড

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৯ মে, ২০২১, ১২:০২ এএম

ভারতের একমাত্র বিমানবাহী রণতরী আইএনএস বিক্রমাদিত্যে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। শনিবার সকালে দীর্ঘক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। জাহাজের সব কর্মী নিরাপদে রয়েছেন বলে এ বিবৃতিতে জানায় নৌবাহিনীর এক মুখপাত্র। সেখানে বলা হয়, জাহাজের যে অংশে কর্তব্যরত কর্মী ও নাবিকদের থাকার বন্দোবস্ত রয়েছে, সেখান থেকেই সকালে ধোঁয়া নির্গত হতে থাকে। জাহাজের কর্মীদের চেষ্টায় বড় ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। ঘটনার বিস্তারিত তদন্ত চলছে। রণতরীটি এখন কর্ণাটকের কারওয়ার বন্দরে রয়েছে বলে জানায় দেশটির সংবাদমাধ্যম। আইএনএস বিক্রমাদিত্যর দৈর্ঘ্য ২৮৪ মিটার ও সর্বোচ্চ ৬০ মিটার চওড়া। তিনটি ফুটবল মাঠ একত্র করলে যতটা দৈর্ঘ্য হবে, জাহাজটি ততটা লম্বা। প্রায় ২০ তলা বিশিষ্ট এই রণতরীতে ২২টি ডেক রয়েছে এবং প্রায় ১৬০০ জন কর্মী বহন করার ক্ষমতা রাখে। যুদ্ধ জাহাজটি ২০১৩ সালে রাশিয়ার কাছ থেকে কিনেছিল ভারত। এর পর সম্রাট বিক্রমাদিত্যের সম্মানে নামকরণ করা হয়। কিয়েভ শ্রেণির বিমানবাহী রণতরীটি আধুনিকীকরণের পর ভারতের হাতে তুলে দেওয়া হয়েছিল। সংবাদ প্রতিদিন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন