শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

কবি হাবীবুল্লাহ সিরাজীর অবস্থা সঙ্কটাপন্ন

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৯ মে, ২০২১, ১২:০১ এএম

অস্ত্রোপচারের পর এখনও শারীরিকভাবে সংকটাপন্ন অবস্থায় রয়েছেন বাংলা একাডেমির মহাপরিচালক হাবীবুল্লাহ সিরাজী। গত ২৭ এপ্রিল রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে অস্ত্রোপচারের পর থেকেই তিনি আইসিউতে রয়েছেন।

পরিবারের বরাত দিয়ে বাংলা একাডেমির পরিচালক জালাল আহমেদ বিষয়টি নিশ্চিত করে বলেন, পাকস্থলীর সমস্যার কারণে হাবীবুল্লাহ সিরাজী গত ২৬ এপ্রিল হাসপাতালে ভর্তি হন। পরদিন ২৭ এপ্রিল অস্ত্রোপচার করে তার শরীর থেকে একটি টিউমার অপসারণ করা হয়। তিনি আরো জানান, মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী পরে টিউমার পরীক্ষা করে জানা যায় তিনি কোলন ক্যান্সারে আক্রান্ত। কিন্তু এখনও জ্ঞান না ফেরায় কেমো দেওয়া যাচ্ছে না। হাবীবুল্লাহ সিরাজী ১৯৪৮ সালে ফরিদপুরে জন্মগ্রহণ করেন। ২০১৬ সালে তিনি একুশে পদক পান।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন