বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

রাজশাহী বিভাগে ২৪ ঘন্টায় করোনা শনাক্ত ৯৪, মৃত্যু ৪

রাজশাহী ব্যুরো | প্রকাশের সময় : ৯ মে, ২০২১, ৪:২৫ পিএম

রাজশাহী বিভাগে করোনাভাইরাসে ২৪ ঘণ্টায় আরও চারজনের মৃত্যু হয়েছে। শনিবার তাঁদের মৃত্যু হয়। এর মধ্যে নওগাঁয় একজন, পাবনায় একজন এবং বগুড়ায় দুইজনের মৃত্যু হয়েছে। রোববার বিভাগীয় স্বাস্থ্য পরিচালক জানান, বিভাগের আট জেলায় এ পর্যন্ত ৫০০ জনের মৃত্যু হয়েছে করোনায়। এর মধ্যে সর্বোচ্চ ৩০০ জনের মৃত্যু হয়েছে বগুড়ায়। দ্বিতীয় সর্বোচ্চ ৭৪ জন মারা গেছেন রাজশাহীতে।
এছাড়া চাঁপাইনবাবগঞ্জে ২০ জন, নওগাঁয় ৩৫ জন, নাটোরে ১৮ জন, জয়পুরহাটে ১১ জন, সিরাজগঞ্জে ২৩ জন এবং পাবনায় ১৯ জনের মৃত্যু হয়েছে। শনিবার বিভাগে নতুন ৯৪ জন রোগী শনাক্ত হয়েছেন। এ দিন বিভাগের ১২৪ জন করোনা রোগী সুস্থ হয়েছেন। বিভাগে এ পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ৩২ হাজার ৫১১ জন। এদের মধ্যে ২৯ হাজার ৬৪ জন সুস্থ হয়েছেন। বিভাগে এ পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছেন তিন হাজার ৬৭২ জন কোভিড-১৯ রোগী। বাকিরা বাড়িতেই চিকিৎসা নিয়েছেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন