বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

সম্পাদকীয়

ঈদ কাটুক সুস্থতার সাথে

চিঠিপত্র

| প্রকাশের সময় : ১০ মে, ২০২১, ১২:০৩ এএম

বর্তমান করোনা মহামারির দ্বিতীয় ঢেউয়ে বিপর্যস্ত আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত। আমাদের এসময়ে সর্বোচ্চ সচেতনতা ও সতর্কতা মেনে চলা উচিত। করোনার ডাবল মিউট্যান্টের ভয়াবহতা রোধে এবারের ঈদে শহর থেকে গ্রামে, গ্রাম থেকে শহরে না গিয়ে, আমাদের নিজ নিজ আবাসস্থলে ঈদ উদ্যাপনের করাটাই শ্রেয়। কেনেনা বাস, ট্রেন, লঞ্চ-স্টিমার এইসব গণপরিবহনে দেশের বিভিন্ন স্থানের মানুষের ভিড় হয়। যার দরুন ভাইরাসটি সংক্রমিত ব্যক্তির মাধ্যমে অন্যদের মধ্যে খুব দ্রুত ছড়িয়ে পড়ার আশঙ্কা বেশি থাকে, যা পরবর্তীতে ভয়াবহ রূপ ধারণ করতে পারে। এছাড়াও ঈদের কেনাকাটা করতে বিভিন্ন শপিং-মল, দোকান-পাট, হাট-বাজারে ভিড় না করে সামাজিক দূরত্ব মেনে চলা উচিত। বাইরে বের হলে মুখে মাস্ক পরতে ভুলে না যাওয়া, ঘরে ফিরে হাত হ্যান্ড ওয়াস অথবা সাবান দিয়ে ভালো করে হাত ধুয়ে জীবাণু মুক্ত করা- এসব প্রাথমিক সচেতনতা অবলম্বন করা অত্যন্ত জরুরি। ঈদের দিন বিভিন্ন পার্ক, চিড়িয়াখানা, দর্শনীয়স্থানগুলোয় না গিয়ে ঘরোয়াভাবে ঈদের আনন্দ উপভোগ করা সকলের জন্য কল্যাণকর। আসুন, আমরা নিজেরা সচেতন হই, পরিবারকে সুস্থ রাখি, দেশের মানুষদের সুস্থভাবে বাঁচতে সাহায্য করি।

মুমতাহিনা মুনা
শিক্ষার্থী, বরিশাল বিশ্ববিদ্যালয়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন