শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

খালেদা জিয়ার অঘটন ঘটলে দায় সরকারের ভিডিওবার্তায় খন্দকার মাহবুব হোসেন

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৯ মে, ২০২১, ৮:৩৫ পিএম

সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও বিএনপির ভাইস চেয়ারম্যান এডভোকেট খন্দকার মাহবুব হোসেন বলেছেন, খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার বিষয়ে আইন মন্ত্রণালয়ের দেয়া মতামত বে-আইনি। এ আইনে এমন কোনো বিধান নেই যে কোনো দ-প্রাপ্ত আসামি বিদেশে যেতে পারবে না। এ আইন করাই হয়েছে দ-প্রাপ্ত আসামিদের জন্য। খালেদা জিয়ার ক্ষেত্রে কোনো অঘটন ঘটে গেলে তার দায়ভার সরকারের। গতকাল রোববার সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক ভিডিও বার্তায় এমন প্রতিক্রিয়া জানান তিনি।

তিনি বলেন, আইনে ব্যাপক ক্ষমতা দেয়া হয়েছে নির্বাহী কর্মকর্তাদেরকে। সেক্ষেত্রে সরকার একটা ঠুনকো আদেশ দিয়ে বলছেন, যে আইনের বিধান নাই। তিনি প্রশ্ন তোলেন, বিধান নাই এ কথাটা কোথায় আছে। ৪০১ এ বিধান আছে কি বিধান নাই। এটা তো বলা হয় নাই। তিনি বলেন, সরকার একটা কন্ডিশন দিতে পারতো, যে হা, তোমার এই জটিল অসুখের জন্যে মেডিকেল টিম ওপেনিয়ন দিয়েছে তোমার বিদেশে চিকিৎসার দরকার। চিকিৎসার পরে তোমাকে দেশে ফেরত আসতে হবে। আমি মনে করি, বেগম খালেদা জিয়া অত্যান্ত জনপ্রিয় নেত্রী, তিন তিন বারের প্রধান মন্ত্রী। সরকারের এই দায়ভারটা নেয়া উচিত হবে না। যদি একটা অঘটন ঘটে এর সম্পূর্ণ দায়িত্ব সরকারকে নিতে হবে।

তিনি আরো বলেন, আর একটা জিনিষ মনে রাখতে হবে। তার মামলা কিন্তু এখনো চূড়ান্ত ফয়সালা হয়নি। বিচারিক আদালতে তাকে সাজা দিয়েছে, সেটার আপিল পেন্ডিং আছে। এমনও হতে পারে আপিলে খালাসও পেয়ে যেতে পারেন। সে ক্ষেত্রে আমি এখনো মনে করি সরকার এতো বড় দায়ভার নিবেন না। তাকে চিকিৎসা সুযোগ দেয়া উচিত।

খন্দকার মাহবুব হোসেন বলেন, ৪০১ ধারাটা ফৌজধারী কাযবিধির এটা ব্যাপক আইন। এখানে নির্বাহী কর্তৃপক্ষকে ব্যাপক ক্ষমতা দেওয়া হয়েছে। যেকোন সাজা প্রাপ্ত ব্যক্তিকে সাজা নির্বাহী আদেশে মওকুফ করা যাবে, কমানো যাবে। ম্যাডাম খালেদা জিয়াকে জেল থেকে বের করা হয়েছিল তার সাজা স্থগিত করে চিকিৎসার জন্যে। সেই চিকিৎসার সুযোগ তিনি পান নি। এখন তার অবস্থা অত্যান্ত জটিল বলে আমরা জানতে পেরেছি। সেক্ষেত্রে সরকার আইনের বিধান নাই, এই যে কথাটা বলছেন এটা সঠিক না। আইনের ব্যাখ্যাটা একটু মানবিকভাবে করতে হবে এবং ওখানে কোনোখানে লেখা নাই সাজাপ্রাপ্ত আসামী বিদেশ চিকিৎসা দিতে পারবে না। এখানে ব্যাপক পাওয়ার এটা ওয়াইড করতে হবে বলেও দাবি করেন তিনি।

Lv‡j`v wRqvi ANUb NU‡j `vq miKv‡ii

wfwWIevZ©vq L›`Kvi gvneye †nv‡mb

÷vd wi‡cvU©vi

mywcÖg‡KvU© AvBbRxex mwgwZi mv‡eK mfvcwZ I weGbwci fvBm †Pqvig¨vb GW‡fv‡KU L›`Kvi gvneye †nv‡mb e‡j‡Qb, Lv‡j`v wRqvi we‡`‡k wPwKrmvi wel‡q AvBb gš¿Yvj‡qi †`qv gZvgZ †e-AvBwb| G AvB‡b Ggb †Kv‡bv weavb †bB †h †Kv‡bv `ÐcÖvß Avmvwg we‡`‡k †h‡Z cvi‡e bv| G AvBb KivB n‡q‡Q `ÐcÖvß Avmvwg‡`i Rb¨| Lv‡j`v wRqvi †¶‡Î †Kv‡bv ANUb N‡U †M‡j Zvi `vqfvi miKv‡ii| MZKvj †iveevi mܨvq MYgva¨‡g cvVv‡bv GK wfwWI evZ©vq Ggb cÖwZwµqv Rvbvb wZwb|

wZwb e‡jb, AvB‡b e¨vcK ¶gZv †`qv n‡q‡Q wbe©vnx Kg©KZ©v‡`i‡K| †m‡¶‡Î miKvi GKUv Vzb‡Kv Av‡`k w`‡q ej‡Qb, †h AvB‡bi weavb bvB| wZwb cÖkœ †Zv‡jb, weavb bvB G K_vUv †Kv_vq Av‡Q| 401 G weavb Av‡Q wK weavb bvB| GUv †Zv ejv nq bvB| wZwb e‡jb, miKvi GKUv KwÛkb w`‡Z cvi‡Zv, †h nv, †Zvgvi GB RwUj Amy‡Li R‡b¨ †gwW‡Kj wUg I‡cwbqb w`‡q‡Q †Zvgvi we‡`‡k wPwKrmvi `iKvi| wPwKrmvi c‡i †Zvgv‡K †`‡k †diZ Avm‡Z n‡e| Avwg g‡b Kwi, †eMg Lv‡j`v wRqv AZ¨všÍ RbwcÖq †bÎx, wZb wZb ev‡ii cÖavb gš¿x| miKv‡ii GB `vqfviUv †bqv DwPZ n‡e bv| hw` GKUv ANUb N‡U Gi m¤ú~Y© `vwqZ¡ miKvi‡K wb‡Z n‡e|

wZwb Av‡iv e‡jb, Avi GKUv wRwbl g‡b ivL‡Z n‡e| Zvi gvgjv wKš‘ GL‡bv P~ovšÍ dqmvjv nqwb| wePvwiK Av`vj‡Z Zv‡K mvRv w`‡q‡Q, †mUvi Avwcj †cwÛs Av‡Q| GgbI n‡Z cv‡i Avwc‡j LvjvmI †c‡q †h‡Z cv‡ib| †m †¶‡Î Avwg GL‡bv g‡b Kwi miKvi G‡Zv eo `vqfvi wb‡eb bv| Zv‡K wPwKrmv my‡hvM †`qv DwPZ|

L›`Kvi gvneye †nv‡mb e‡jb, 401 avivUv †dŠRavix Kvhwewai GUv e¨vcK AvBb| GLv‡b wbe©vnx KZ©„c¶‡K e¨vcK ¶gZv †`Iqv n‡q‡Q| †h‡Kvb mvRv cÖvß e¨w³‡K mvRv wbe©vnx Av‡`‡k gIKzd Kiv hv‡e, Kgv‡bv hv‡e| g¨vWvg Lv‡j`v wRqv‡K †Rj †_‡K †ei Kiv n‡qwQj Zvi mvRv ¯’wMZ K‡i wPwKrmvi R‡b¨| †mB wPwKrmvi my‡hvM wZwb cvb wb| GLb Zvi Ae¯’v AZ¨všÍ RwUj e‡j Avgiv Rvb‡Z †c‡iwQ| †m‡¶‡Î miKvi AvB‡bi weavb bvB, GB †h K_vUv ej‡Qb GUv mwVK bv| AvB‡bi e¨vL¨vUv GKUy gvbweKfv‡e Ki‡Z n‡e Ges ILv‡b †Kv‡bvLv‡b †jLv bvB mvRvcÖvß Avmvgx we‡`k wPwKrmv w`‡Z cvi‡e bv| GLv‡b e¨vcK cvIqvi GUv IqvBW Ki‡Z n‡e e‡jI `vwe K‡ib wZwb|

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন