শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

তিতাসে বোরো ধান সংগ্রহের উদ্বোধন

তিতাস (কুমিল্লা) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১০ মে, ২০২১, ১২:০১ এএম

তিতাস উপজেলার প্রকৃত কৃষকদের নিকট হতে সরকার নির্ধারিত মূল্যে বোরো ধান ২০২১ সংগ্রহের শুভ উদ্বোধন করা হয়েছে। গতকাল রোববার দুপুরে উপজেলা সদর কড়িকান্দি গ্রামের কৃষক আবু তাহেরের কাছ থেকে বোরো ধান সংগ্রহ করে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছাম্মৎ রাশেদা আক্তার শুভ উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা সালাহ উদ্দিন, খাদ্য কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আবদুল হাই, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আবুছালে মোহহাম্মদ ইমরান ও কৃষক আবু তাহের। খাদ্য নিয়ন্ত্রক আবুছালে বলেন, চলতি বছর তিতাস উপজেলা থেকে ২৭ টাকা কেজি দরে ৮.৯০ মে.ট. বোরো ধান সংগ্রহ করার টার্গেট রয়েছে। বিনির্দেশ মতে কৃষকদের খেয়াল রাখতে হবে যাতে সংগ্রহের উপযোগি বোরো ধান অবশ্যই ১৪% বা তার চেয়ে কম আদ্রতা হতে হবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন