শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

বাধা অতিক্রম করে মানুষের চাপ পাটুরিয়া ফেরিঘাটে

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ১০ মে, ২০২১, ১০:০৩ এএম

ছুটছে মানুষ। যে যেভাবে পারছে সেভাবে ছুটছে। বাড়ী যেতেই হবে সেটা যেভাবেই হোক। সঙ্গে পরিবারের সদস্য ও রয়েছে বিভিন্ন সামগ্রী। এসব নিয়ে অসম্ভবকে সম্ভব করে ছুটছে মানুষ। অতিরিক্ত টাকা খরচও তাদের কাছে কোনো বিষয়ই না। মোট কথা বাড়ী যেতে হবে। কোনো বাধাই তাদের আটকিয়ে রাখতে পারছে না।

এদিকে মানিকগঞ্জের পাটুরিয়া ফেরিঘাটে যাত্রীদের চাপ রয়েছে। সোমবার সকাল সোয়া ৮টার দিকে দুটি অ্যাম্বুলেন্স, কয়েকটি ছোট গাড়ি এবং যাত্রী নিয়ে রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটের উদ্দেশে ছেড়ে গেছে।

সকাল পৌনে নয়টার দিকে শাপলা শালুক নামে যাত্রী বোঝাই করে অনুরূপভাবে আরও একটি ফেরি ছেড়ে যায়। দৌলতদিয়া থেকেও দুটি ফেরি পাটুরিয়া ঘাটে আসতে দেখা গেছে।

শিবালয় থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ফিরোজ কবীর জানান, ফেরি চলাচল বন্ধ থাকলেও নির্দেশনা অনুযায়ী লাশ ও রোগী বহনকারী গাড়ি পার করা হচ্ছে। পাশাপাশি যাত্রী ও ছোটগাড়িও পার হচ্ছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
শওকত আকবর ১০ মে, ২০২১, ১০:৩২ এএম says : 0
এই তো নাড়ীর টান।একদিন আমার ও ছিলো।খুলনা থেকে কি ভাবে বাড়ী আসবো।নাতী টা বাড়ী আসার জন্য আকুলী বিকুলী করছে।জামা কাপড় গুছাচ্ছে।কোন বাবাঁই মানছেনা।ফোন করে বলছে তোমার মেয়ে জামাই ঈদে আসবেনা।অনেক বলে কয়ে বুঝিয়ে সুঝিয়ে তিন`শ দশ`শ টাকায় রফা।পরে একটা ঈদ আছে সেই ঈদ আমরা করবো তুমি বাড়ী আসলে পড়ে!!
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন