শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

যশোরে আদালত থেকে জামিন নিয়ে বাড়ি ফিরলেন হাসপাতাল থেকে পালানো ভারত ফেরত ৭ জন করোনা রোগী

যশোর ব্যুরো | প্রকাশের সময় : ১০ মে, ২০২১, ৪:৫৭ পিএম

যশোর আড়াইশ’ শয্যা জেনারেল হাসপাতাল থেকে ‘পালানো’ গ্রেফতার হওয়া ভারত ফেরত ৭ জন করোনা রোগী সোমবার জামিন নিয়ে বাড়ি ফিরলেন।

পুলিশ তাদেরকে যশোর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করলে শুনানি শেষে বিচারক মাহাদী হাসান জামিন মঞ্জুর করেন।

যশোরের অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদোন্নতিপপ্রাপ্ত) মোহাম্মদ তৌহিদুল ইসলাম জানান, হাসপাতালের রেডজোনে চিকিৎসাধীন অবস্থায় ১০ করোনা পজিটিভ রোগী পালানোর ঘটনায় সংক্রমন রোগ প্রতিরোধ নিয়ন্ত্রণ ও নির্মূল আইন- ২০১৮ এর ২৫ এর ২ ধারায় ওই ১০ করোনা রোগীর বিরুদ্ধে গত শনিবার (৮ মে) আদালতে মামলা দায়ের করা হয়। পুলিশের দায়ের করা ওই মামলায় তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে আদালত।

আদালত সূত্র জানায়, সোমবার করোনা নেগেটিভ হওয়া সাতজনের হাজিরা আদালতে দাখিল করা হয়।

উল্লখ্য, গত ২৩ ও ২৪ এপ্রিল ভারত থেকে ফিরে আসা সাত করোনা রোগী ও স্থানীয় তিন করোনা রোগী যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের রেডজোন থেকে পালিয়ে যায়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন