ইসলামী আন্দোলন বাংলাদেশ নরসিংদী জেলা শাখার সভাপতি মাওলানা আবদুল বারী বলেছেন, এ মুহূর্তে বৃত্তবান ব্যক্তিগণ অসহায় গরীবদের পাশে দাঁড়ানো ইমামী দায়িত্ব। কারণ ধনীদের অর্থে গরীদের হক রয়েছে। এ করোনাকালীন মহামারী সময়ে সকল দিক থেকে আর্থিকভাবে অনেকে দুর্বল হয়ে পড়েছে। অনেকে লজ্জায় কারো কাছে হাত বাড়াতে পারছেন না। মানব সেবায় জান্নাত মিলে ইবাদতে অল্লাহ মিলে। কাজেই এ মুহূর্তে আপনার আমার দানে অসহায়গণ একটু ভালভাবে ঈদ উদযাপন করতে পারবেন। আর এ দানের উছিলায় আল্লাহকে পাবো ও জান্নাত পাবো ইনশাআল্লাহ। তিনি গতকাল সোমবার ইসলামী আন্দোলন বাংলাদেশ নরসিংদী পৌর শাখা আয়োজিত অসহায় গরীবদের মাঝে ঈদসামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নরসিংদী সদর শাখার সভাপতি ডা. মো. ইদ্রিছ আলী, ইসলামী আন্দোলন নরসিংদী পৌরসভা শাখার সেক্রেটারী এমএম মাহাদীর। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইআ নরসিংদী পৌরসভা শাখার সভাপতি মো. শাহজাহান মিয়া। উপস্থিত ছিলেন সংগঠনের অন্যান্য কর্মকর্তা ও সদস্যগণ।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন