বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

পুঠিয়ায় ঝড়ো হাওয়া শিলাবৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি

পুঠিয়া (রাজশাহী) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১১ মে, ২০২১, ৯:৫৯ এএম

পুঠিয়া ঝড়ো হাওয়া ও শিলাবৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতিতে পড়ে এলাকার কৃষকেরা। মঙ্গলাবর ভোররাত থেকে শুরু হওয়া ঝড়ো হাওয়া ও শিলাবৃষ্টিতে উপজেলার শিলমাড়িয়া ইউনিয়নের কার্তিকপাড়া, বড়বাড়িয়া, পদপাড়া, কাশিয়াপুকুর, তেবাড়িয়া, পচামাড়িয়া, নান্দিপাড়া, মোল্লাপাড়া, শক্তিপাড়া, যশোপাড়া, কানমাড়িয়া, রাতোয়ালসহ ইউনিয়নটির পুরো এলাকা এবং ভালুকগাছি ইউনিয়নের ধোকড়াকুল এলাকার উপর দিয়ে এ ঝড়ো হাওয়া ও শিলাবৃষ্টি বয়ে যায়। এতে উঠতি ফসলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। উঠতি ফসলের ক্ষয়ক্ষতির মধ্যে রয়েছে বোরো ধান, পাট, আম, লিচু ও বিভিন্ন ধরনের সবজি। এছাড়াও পানের বরজের ক্ষয়ক্ষতি হয়েছে। ঝড়ো হাওয়ায় ও শিলাবৃষ্টিতে এলাকার আধাপাকা, কাঁচা ঘরবাড়ির টিনের চাল শিরাবৃষ্টিতে ঝাঁঝরা হয়েগেছে। অনেক যায়গায় ঘরবাড়ির টিনের চালা ও ছনের চাল উড়ে গিয়েছে। বর্তমানে অনেকেই ঘরের ছাদহীন হয়ে খোলা আকাশের নিচে রয়েছে। ভোররাতে বয়ে যাওয়া ঝোড়ো হওয়া ও শিলাবৃষ্টিতে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে ইউনিয়নের কার্তিপাড়া, বড়বাড়িয়া ও তার আশেপাশের এলাকায়। উপজেলা কৃষি অফিসার শামসুন নাহার ভুইয়া ভোরাতের ঝোড়ো হওয়া ও শিরাবৃষ্টিতে ফসলে ক্ষয়ক্ষতির বিষয়টি নিশ্চিত করে জানান, আমাদের উপসহকারী কৃষি কর্মকর্তাগণেরা এলাকায় ক্ষয়ক্ষতি নিরুপনে কাজ করছে। তারা রিপোর্ট দিলে ক্ষয়ক্ষতির পরিমান নিরুপন করা হবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন