শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

দিনে সাইকেল চুরি, রাতে ইয়াবা বিক্রি

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ১১ মে, ২০২১, ১০:৫৩ এএম

নগরীতে সাইকেল চুরির সময় দুই চোরকে আটক করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে ইয়াবাও উদ্ধার করা হয়। গতকাল রাতে নগরীর ডবলমুরিং থানার বলিরপাড়া সিডিএ ১ নং গলির শেষ মাথা থেকে তাদের গ্রেফতার করা হয়। আটককৃত দুইজন হলেন, আব্দুল মালেক রুমান (২২) ও বেলাল উদ্দিন রনি (২৮)। ডবলমুরিং থানার ওসি মোহাম্মদ মহসীন বলেন, আটককৃতরা মোট চারজনের সিন্ডিকেট। বাকি দুইজন হলেন, জনি ও রাজু। তারা চারজনই দিনের বেলা সাইকেল চুরি করে। আর রাতের বেলা ইয়াবা বিক্রি করে। তাদের দুইজন রেকি করে সাইকেলের অবস্থান নিশ্চিত করে। পরে চারজন মিলেই সেটা চুরি করে। অন্যদিকে তাদের মধ্যে একজন ইয়াবা সংগ্রহ করে। দুইজন ক্রেতা সংগ্রহ করে। বাকিজনের কাছে সেই ইয়াবা গচ্ছিত থাকে। রাতে যখন তারা ইয়াবা বিক্রি করতে যাচ্ছিল তখনই বলিরপাড়া সিডিএ ১ নং গলির শেষ মাথার জুনাইদ কটেজে সাইকেল দেখতে পায়। তখনই তারা সেটা চুরি করতে যায়। কিন্তু চুরি করার সময় তা ঘরে থাকা সিসি ক্যামেরায় দেখে চিৎকার করেন বাসার লোকজন। তার চিৎকার শুনে লোকজন ছূটে এসে রুমানকে ধরতে পারলেও পালিয়ে যায় বাকিরা। পরে রুমানের দেওয়া তথ্যের ভিত্তিতে রনিকে আটক করা হয়। আটক করার সময় আব্দুল মালেক রুমানের পকেট থেকে ২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন