মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১, ১৩ শাওয়াল ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

‘কোয়াড’ নিয়ে বাংলাদেশ স্বাধীন দেশ হিসেবে সিদ্ধান্ত নেবে : পররাষ্ট্রমন্ত্রী

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১১ মে, ২০২১, ১:০১ পিএম

কোয়াডে বাংলাদেশের অংশগ্রহণের বিষয়ে চীনের রাষ্ট্রদূত লি জিমিং আগ বাড়িয়ে কথা বলেছেন মন্তব্য করে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, যুক্তরাষ্ট্র, জাপান, অস্ট্রেলিয়া ও ভারতের কৌশলগত জোট ‘কোয়াড’-এ বাংলাদেশের অংশগ্রহণের বিষয়ে সিদ্ধান্ত দেশের স্বার্থ বিচেনায় নেওয়া হবে।
মন্ত্রী বলেন, কোয়াড নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। এ ছাড়া বাংলাদেশ স্বাধীন, সার্বভৌম দেশ হিসেবে সিদ্ধান্ত নেবে।
আজ মঙ্গলবার (১১ মে) রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
সোমবার কোয়াডে অংশগ্রহণের বিষয়ে বাংলাদেশকে সতর্ক করে চীনের রাষ্ট্রদূত বলেছিলেন, এ ধরনের ছোট গোষ্ঠী বা ক্লাবে যুক্ত হওয়াটা ভালো না। বাংলাদেশ এতে যুক্ত হলে তা আমাদের দ্বিপক্ষীয় সম্পর্ক যথেষ্ট খারাপ করবে।
ভারত ও প্রশান্ত মহাসাগরে নৌ চলাচল ‘অবাধ ও স্বাধীন‘ রাখার উপায় খোঁজার যুক্তি দেখিয়ে ২০০৭ সালে যুক্তরাষ্ট্র, জাপান, অস্ট্রেলিয়া ও ভারতের মধ্যে ‘কোয়াড’ (কোয়াড্রল্যাটারাল সিকিওরিটি ডায়ালগ) নামে এই কৌশলগত জোটের সংলাপের সূচনা হয়। মূলত চীনকে ঠেকাতেই এই উদ্যোগ নেয়া হয়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (2)
এ, কে, এম জামসেদ ১১ মে, ২০২১, ২:০৫ পিএম says : 0
যে জোটে ভারত বা চীন আছে সে জোটে বাংলাদেশ যাওয়া উচিত নয়। তা না হলে আরাকান স্বাধীন হবেনা।
Total Reply(0)
Mohammed Abu Mosa ১১ মে, ২০২১, ৩:২২ পিএম says : 0
মাননীয় পররাস্ট্র মন্ত্রী, আপ‌নি বরাবরই ন‌্যায‌্য কথা সাহসের স‌ঙ্গে ব‌লেন। আপনার মত যোগ‌্য মন্ত্রী পে‌য়ে ধন‌্য
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন