মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১, ১৩ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

চট্টগ্রামে ঈদ যাত্রীবাহী ২০০ গাড়ি আটক

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১১ মে, ২০২১, ১:৩৭ পিএম

সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ঈদে ঘরমুখী যাত্রীবাহী পরিবহনের সময় দুই শতাধিক গাড়ি আটক করেছে পুলিশ। বিধি নিষেধ ভেঙে নানা কৌশলে রাতের আঁধারে, ভোরে নগর ছাড়ছে অন্য জেলার মানুষ। এমন খবর পেয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিটি গেট এলাকায় নজরদারি বাড়িয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) ট্রাফিক বিভাগ। সোমবার রাত থেকে শুরু করে মঙ্গলবার সকাল পর্যন্ত দুই শতাধিক গাড়ি আটক করা হয়েছে বলে জানিয়েছেন সিএমপির ট্রাফিক বিভাগের (পশ্চিম) সহকারী কমিশনার মো. মমতাজ উদ্দিন। তিনি জানান, সিএমপির ট্রাফিক (পশ্চিম) বিভাগের উপ-কমিশনার তারেক আহমেদের নেতৃত্বে করোনা মহামারির সংক্রমণ রোধ, দুর্ঘটনার ঝুঁকি কমাতে আন্তঃজেলা বাস, যাত্রীবোঝাই পণ্যবাহী গাড়ি আটক করা হচ্ছে সিটি গেটে। আটক গাড়ির মধ্যে বাস, মাইক্রো ও প্রাইভেট কার রয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন