শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

গভীর রাতে রোগীর বাড়িতে অক্সিজেন পৌঁছে দিলো পুলিশ

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ১১ মে, ২০২১, ২:৫২ পিএম

নগরীর ডবলমুরিং থানা থেকে জেলার আনোয়ারায় রোগীর বাড়িতে অক্সিজেন সিলিন্ডার পৌঁছে দিলো পুলিশ। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মহসিন
বলেন সোমবার রাত ২ টা ৩০। সেহরির প্রস্তুতি নিচ্ছিলাম। তখনই একটা ফোন। অপর প্রান্তে উদ্বিগ্ন কণ্ঠ। কাঁপা কাঁপা গলায় বললেন, 'স্যার, আমার বাবার অবস্থা খারাপ। অক্সিজেন প্রয়োজন। তার কথা 'বিশ্বাস' করাতে প্রেসক্রিপশনও পাঠান ইনবক্সে। দেখি, উনার বাবা ইউনিয়ন পরিষদের সাবেক এক মেম্বারের ভাই। বাড়ি আনোয়ারা। থাকেনও আনোয়ারা। তার ছেলেও ফোন করেছে আনোয়ারা থেকেই। তার শ্বাসকষ্ট। ইতোমধ্যে ফুসফুসও সংক্রমিত হয়েছে। কালবিলম্ব না করেই তাকে অক্সিজেন দেওয়া হয়।
চট্টগ্রাম নগরীর ১৬ থানায় অক্সিজেন ব্যাংক চালু করেছে পুলিশ। ফোন পেয়ে রোগীর বাড়ি ছুটে যাচ্ছেন পুলিশ সদস্যরা।পৌঁছে দেয়া হচ্ছে অক্সিজেন সিলিন্ডার।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন