বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

রাজশাহীতে মৌসুমের সর্বোচ্চ বৃষ্টিপাত

রাজশাহী ব্যুরো | প্রকাশের সময় : ১১ মে, ২০২১, ৪:০৮ পিএম | আপডেট : ৪:১০ পিএম, ১১ মে, ২০২১

রাজশাহীতে ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে। নগরবাসী বলছেন, তীব্র তাপদাহ ও গরমের পর এ বৃষ্টিতে জনমনে স্বস্তি ফিরে এসেছে। নগরবাসী বলছেন, রাজশাহীতে এটা এ মৌসুমের সর্বোচ্চ বৃষ্টি। কারণ এত বৃষ্টি রাজশাহীতে এ মৌসুমে হয়নি। আগে ঝড় হলেও তেমন বৃষ্টি হয়নি। মঙ্গলবার দুপুর একটার দিকে বৃষ্টি শুরু হয়। এ রিপোর্ট লেখার সময় দুপুর আড়াইটার দিকেও বৃষ্টিপাত হচ্ছিলো।
এছাড়া এই বৃষ্টি আম-লিচুসহ অন্যান্য ফসলেরও উপকার করবে বলে জানায় কৃষি অধিদফতর।
নগরবাসী বলছেন, যে ভয়াবহ তাপদাহের কবলে পড়েছিলো রাজশাহী তাতে মনে হচ্ছিলো এবার মনে হয় বৃষ্টির দেখা আর পাওয়া যাবে না। আগে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হলেও এত বৃষ্টি হয়নি কখনো।
রাজশাহী আবহাওয়া অফিস জানায়, দুপুর একটা থেকে দুইটা পর্যন্ত ১৫ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। তবে আবহাওয়া অফিস থেকে জানানো হয়েছে, এবারের ঈদটা বৃষ্টিপাতের মধ্যে দিয়েই কাটার সম্ভাবনা বেশি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন