শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

ভারত থেকে আরো ৮জন এবার এলেন হবিগঞ্জে, করোনার সংক্রমণ নিয়ে সিলেটে আতংক!

সিলেট ব্যুরো | প্রকাশের সময় : ১১ মে, ২০২১, ৬:২৪ পিএম

করোনার উন্মাদনা পরিস্থিতিতে পার্শ্ববর্তী দেশ ভারত থেকে আবারও এসেছেন আরও ৮ জন সিলেট বিভাগে। তারা এসেছেন বিভাগের হবিগঞ্জে। আসার সেই আটজনকে কোয়ারেন্টাইনে পাঠিয়েছে স্বাস্থ্য বিভাগ। চুনারুঘাট ও মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে ১৪ দিনের কোয়ারেন্টাইনে। আজ মঙ্গলবার (১১ মে) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন, মাধবপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ইশতিয়াক আল মামুন ও চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মোজাম্মেল হোসেন।

স্বাস্থ্য কর্মকর্তারা জানান, ওই আটজন ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া স্থলবন্দর দিয়ে আসেন বাংলাদেশে। এর মধ্যে ৪জন ৬ মে এবং অপর ৪ জন ১০ মে দেশে প্রবেশ করেন দেশে।

ডেপুটি সিভিল সার্জন ডা. মুখলেছুর রহমান উজ্জ্বল বলেন, ‘নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হবে তাদের। যদি পজিটিভ আসে তবে তাদের হাসপাতালে চিকিৎসা দেয়া হবে। আর নেগেটিভ এলে ছেড়ে দেয়া হবে ১৪ দিন কোয়ারেন্টাইন শেষে।’ এদিকে, ভারতে করোনার প্রাদুর্ভাব বেশি এবং ভাইরাসটির বিপজ্জনক ধরণ থাকায় কিছু দিন পর পর ভারত থেকে লোকজন আসায় আতঙ্ক বিরাজ করছে সিলেটে। এতে ভারতের ভাইরাসের ধরণ সিলেটে ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন