শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

মতিন খসরুর শূণ্যতা পূরণে দরকার দলীয় শৃঙ্খলা : শোকসভায় বক্তারা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১১ মে, ২০২১, ৭:১০ পিএম

সাবেক আইনমন্ত্রী আবদুল মতিন খসরুর শূণ্যতা পূরণে এখন সবচেয়ে বেশি দরকার দলীয় শৃঙ্খলা ফিরিয়ে আনা। মৃত্যুর ৪০ দিন না যেতেই প্রায় ৩০ জন প্রার্থীর মনোনয়ন প্রত্যাশা বিশৃঙ্খলার আলামত বলে মনে করেন তার শোক সভায় উপস্থিত বক্তারা।

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় অবস্থিত মোশাররফ খান চৌধুরী বিশ্ববিদ্যালয় কলেজসহ কয়েকটি প্রতিষ্ঠানের উদ্যোগে সোমবার আয়োজিত সাবেক আইনমন্ত্রী অ্যাডভোকেট আবদুল মতিন খসরুর শোকসভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন মতিন খসরুর সহধর্মিণী সেলিনা সোবহান খসরু। প্রিন্সিপাল আলতাফ হোসেনের সভাপতিত্বে শোকসভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আবু জাহের, কলেজটির প্রতিষ্ঠাতা মোশাররফ হোসেন খান চৌধুরী, তার ভাই ও সেক্টর কমান্ডার্স ফোরাম, ঢাকা বিভাগের আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার সোহরাব খান চৌধুরী, সোনারবাংলা বিশ্ববিদ্যালয় কলেজের প্রিন্সিপাল আবু ছালেক মো. সেলিম রেজা সৌরভ, বঙ্গবন্ধু সরকারি কলেজের প্রিন্সিপাল খলিল আকন্দ, জাতীয় শিক্ষক নেতা ও পেশাজীবি সমন্বয় পরিষদের যুগ্ম সম্পাদক প্রিন্সিপাল মোহাম্মদ আলী চৌধুরী মানিক, কুমিল্লা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এডভোকেট আবদুল মমিন ফেরদৌস, বিএমএ কুমিল্লার সাধারণ সম্পাদক ডা. আতাউর রহমান জসিম, কমিউনিস্ট নেতা আবদুল্লাহেল কাফী, ব্রাহ্মণপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট আবদুল বারী, ভারপ্রাপ্ত কর্মকর্তা আপ্পেলা রাজু নাহা, প্রিন্সিপাল নজরুল ইসলাম, প্রিন্সিপাল জয়নাল আবেদীন সরকার, বুড়িচং উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আবদুর রশীদ, স্থানীয় ইউপি চেয়ারম্যান হাজী জসিম উদ্দিন, সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট আতিকুর রহমান খান প্রমুখ।

প্রধান অতিথি বলেন, আমার স্বামী আবদুল মতিন খসরু আপনাদের সেবায় নিয়োজিত ছিলেন। সবাই তার জন্য দোয়া করবেন। শোকসভাটি আয়োজন করেছে ব্রাহ্মণপাড়া মোশাররফ খান চৌধুরী বিশ্ববিদ্যালয় কলেজ, আবদুল মতিন খসরু মহিলা ডিগ্রি কলেজ, আবদুর রেজ্জাক খান চৌধুরী উচ্চ বিদ্যালয়, ব্রাহ্মণপাড়া ডায়াবেটিক হাসপাতাল, মুমু রোহান কিন্ডার গার্টেন, মোশাররফ হোসেন খান চৌধুরী ফাউণ্ডেশন ও আশেদা জোবেদা ফোকানিয়া মাদ্রাসা।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন