শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

কুষ্টিয়ায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন বিএডিসি কর্মকর্তা

কুষ্টিয়া থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১১ মে, ২০২১, ৭:১৪ পিএম

কুষ্টিয়া শহরের কালিশংকরপুর এলাকার রাসেলের সহধর্মিণী লুৎফুন নাহার রিনা (৩৫) করোনা আক্রান্ত হয়ে আজ কুষ্টিয়া সদর হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না-লিল্লাহে ওয়া ইন্না-ইলাইহে রাজিউন)। রিনা কুষ্টিয়া বিএডিসি (সার) সহকারী ব্যক্তিগত কর্মকর্তা পদে চাকুরীরত ছিলেন।

দীর্ঘদিন ২২ দিন কুষ্টিয়া সদর হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। মঙ্গলবার দুপুরে কুষ্টিয়া সদর হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মেহেরপুর জেলার গাংনী উপজেলার জোড়পুকুর গ্রামের আবু জাফরের মেয়ে লুৎফুন নাহার রিনা। রিনার গ্রামের বাড়ি জোড়পুকুরে জানাজা শেষে দাফন সম্পন্ন করা হবে বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা ।

তার মৃত্যুর খবর নিশ্চিত করেন কুষ্টিয়া সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ তাপস কুমার সরকার।

উল্লেখ্য, লুৎফুন নাহার রিনার স্বামী রাসেলও করোনা ভাইরাসের আক্রমণ ছিলেন। তিনি সুস্থ হলেও রিনা করোনা সাথে যুদ্ধ করে পরাজয় মেনে মৃত্যুর কোলে ঢলে পড়েন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন