বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

ঢাকামুখী যাত্রীদের ঢল নেমেছে কাওড়াকান্দি ঘাটে

প্রকাশের সময় : ১৭ সেপ্টেম্বর, ২০১৬, ১২:০০ এএম

মাদারীপুর জেলা সংবাদদাতা : ঈদের ছুটি শেষে ঢাকাসহ কর্মস্থল ছুটছেন দক্ষিণাঞ্চলের ২১ জেলার হাজার হাজার মানুষ। ঈদ শেষে গত ২দিন রাজধানীমুখী মানুষের তেমন চাপ না থাকলের গতকাল শুক্রবার ভোর থেকে ঢাকামুখী যাত্রীদের ঢল নেমেছে মাদারীপুরের শিবচরের কাওড়াকান্দিঘাটে।গতকাল শুক্রবার ভোর থেকেই স্পীডবোট, লঞ্চ ও ফেরিতে যাত্রীদের উপচেপড়া ভিড় ছিল চোখে পড়ার মত। অনেকেই দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থেকে টিকিট কেটে লঞ্চ ও স্পীডবোটে চড়তে দেখা গেছে। এদিকে, বাড়তি যানবাহনের চাপে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে কাওড়াকান্দি ঘাটে। বিভিন্ন জেলা থেকে আসা যাত্রীরা শিবচরের বাখরেরকান্দি থেকে বাইপাস সড়কে নেমে এক কিলোমিটার পায়ে হেটে কাওড়াকান্দি ঘাটে পৌঁছতে হচ্ছে। এদিকে স্পীডবোটের কাউন্টারে বসে যাত্রীদের কাছ থেকে বাড়তি ভাড়া আদায় করছে কাওড়াকান্দি ঘাটের ইজারাদার হাই শিকদারের লোকজন।
বিআইডবিøউটিসি’র কাওড়াকান্দি ফেরিঘাটের ব্যবস্থাপক মো. সালাম মিয়া জানান, কাওড়াকান্দি-শিমুলিয়া নৌরুটে ৮৩টি লঞ্চ, দেড় শতাধিক স্পীডবোট ও ১৫টি ফেরি দিয়ে যাত্রী ও যানবাহন পারাপার করা হচ্ছে। তবে যাত্রীদের সুবিধার্থে বন্ধ রয়েছে ট্রাক পারাপার। শিবচরের ইউএনও ইমরান আহমেদ ও ওসি জাকির হোসেন মোল্লা বলেন, প্রশাসনের পক্ষ থেকে কাওড়াকান্দি ঘাটে যাত্রী হয়রানী বন্ধে র‌্যাব, পুলিশ, ডিবি পুলিশ, আনছার ও ব্যাটেলিয়ন পুলিশসহ একাধিক ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হচ্ছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন