শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

করোনার ভবিষ্যদ্বাণী

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১২ মে, ২০২১, ১২:০১ এএম

এখন থেকে প্রায় ৮ বছর আগে করোনা ভাইরাস সংক্রমণের পূর্বাভাস দিয়েছিলেন এক টুইটার ব্যবহারকারী। কিন্তু তখন তাকে কেউ পাত্তাই দেননি। হেসে উড়িয়ে দিয়েছেন। সম্প্রতি তার ওই টুইট নতুন করে দৃষ্টি কেড়েছে। ফলে ২০১৩ সালের ৩ জুনে করা তার টুইট এখন ভাইরাল। টুইটটি করেছিলেন মার্কো আকোর্তে নামে একজন ব্যবহারকারী। তিনি লিখেছিলেন- ‘করোনা ভাইরাস আসছে’। নতুন করে তার এই টুইট ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে।

ফলে মানুষ এখন বিস্ময় প্রকাশ করছে ৮ বছর আগে কিভাবে এমন পূর্বাভাস দেয়া হয়েছিল তা নিয়ে। তিনি পূর্বাভাস দেয়ার পর এটাকে কেউ বিশ্বাসই করতে চান নি। আবার কেউ কেউ দাবি করছেন এই ব্যবহারকারী টুইটার হ্যাক করে টুইট করার তারিখ পরিবর্তন করেছেন। আবার কেউ কেউ এই পূর্বাভাস নিয়ে উপহার করেছেন। হাস্যকর মন্তব্য করেছেন। এই একই টুইট এক বছরে আগেও ভাইরাল হয়েছিল। এর ফলে টুইটারের কিছু ব্যবহারকারী বলছেন, ওই টুইটকারী হয়তো যৌক্তিক কারণ দেখিয়েছিলেন। তিনি হয়তো করোনা ভাইরাসের জেনেরিক গ্রুপকে বোঝাতে চেয়েছিলেন, সুনির্দিষ্টভাবে কোভিড-১৯ কে বোঝাতে চাননি। মার্কো আকোর্তে ২০১৬ সালের পর থেকে টুইটারে আর কোনো পোস্ট দেননি। তার সর্বশেষ টুইট হলো একটি হাসির ইমোজি। সূত্র : নিউজ ১৮।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (6)
Subrata Sikdar ১২ মে, ২০২১, ১:৩১ এএম says : 0
ভবিষ্যৎবাণী একদম ঠিক কথা। আর এটা হবে পূর্বপরিকল্পিত মহামারী ।
Total Reply(0)
কুদ্দুস তালুকদার ১২ মে, ২০২১, ১:৩২ এএম says : 0
এইসব কত ভবিষ্যত বাণীর কথা শুনলাম, যার কোনো আগামাথা নেই।
Total Reply(0)
মিরাজ আলী ১২ মে, ২০২১, ১:৩৩ এএম says : 0
একটা প্রবাদ বাক্য আছে ‘‘ঝড়ে বক মরে ফকিরের কেরামতি বাড়ে’’। এখানেও তাই হয়েছে।
Total Reply(0)
রেজাউল করিম ১২ মে, ২০২১, ১:৩৫ এএম says : 0
কোনো ভবিষ্যৎ বাণীতে কাজ হবে না। সব হচ্ছে মহান আল্লাহর ইচ্ছা।
Total Reply(0)
Saddad Hossain ১২ মে, ২০২১, ১০:৫২ এএম says : 0
সে কি গণক নাকি জ্যোতিষি ?
Total Reply(0)
টুটুল ১২ মে, ২০২১, ১০:৫৩ এএম says : 0
এসব খবর কই পান আপনারা ?
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন