বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

চট্টগ্রামে আরো দুজনের মৃত্যু, শনাক্ত ১০২

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ১৩ মে, ২০২১, ৮:১৬ এএম

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে আরও দুজনের মৃত্যু হয়েছে। নতুন করে আক্রান্ত হয়েছেন ১০২ জন। বৃহস্পতিবার চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে। এ নিয়ে চট্টগ্রাম জেলায় মোট মৃতের সংখ্যা ৫৭৫ জনে দাঁড়াল। এ পর্যন্ত শনাক্তের সংখ্যা ৫১ হাজার ৬০১ জন।
সিভিল সার্জন ডা. শেখ ফজলে রাব্বি জানান, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের বিভিন্ন ল্যাবে ৬৯১ নমুনা পরীক্ষায় ১০২ জনের করোনা শনাক্ত হয়। এদের মধ্যে নগরীর বাসিন্দা ৮৭ জন এবং উপজেলার ১৫ জন। গত ২৪ ঘণ্টায় ফৌজদারহাট বিআইটিআইডি ল্যাবে ১৫ জন, চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাবে ১৫ জন এবং চট্টগ্রাম ভেটেরিনারি ইউনিভার্সিটি ল্যাবে ২২ জনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়। একই সময়ে ইমপেরিয়াল হাসপাতাল ল্যাবে ১৯ জন, জেনারেল হাসপাতাল আরটিআরএল ল্যাবে ২০ জন, মা ও শিশু জেনারেল হাসপাতাল ল্যাবে ছয়জন এবং মেডিকেল সেন্টার হাসপাতাল ল্যাবে দুজনের করোনা শনাক্ত হয়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (2)
গোলাম কাদের ১৩ মে, ২০২১, ৮:২১ এএম says : 0
সবাই যদি এখন সাবধানতা অবলম্বন না করে তাহলে আমাদের অবস্থা ভারতের মতো হতে পারে।
Total Reply(0)
কামরুজ্জামান ১৩ মে, ২০২১, ৮:৩৫ এএম says : 0
চট্টগ্রাম আমাদের বাণিজ্যিক রাজধানী। তাই এই এলাকায় করোনার ব্যাপারে আরও অনেক বেশি সতর্ক হওয়া দরকার।
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন