মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১, ১৩ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

কলাপাড়ায় ১৩ গ্রামের ৫ হাজার মানুষের বৃহস্পতিবার ঈদ-উল-ফিতর উদযাপন

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি | প্রকাশের সময় : ১৩ মে, ২০২১, ১:৪৮ পিএম

কলাপাড়ায় সৌদি আরবের সাথে মিল রেখে ১৩ গ্রামের ৫ হাজার মানুষ উদযাপন করছেন ঈদ-উল-ফিতর। বৃহস্পতিবার সকাল থেকে ঈদের আমেজ লক্ষ্য করা গেছে ১৩ গ্রামের এ পরিবারগুলোর শিশু-কিশোরসহ এসব মানুষের মাঝে। স্বাস্থ্যবিধি মেনে সকাল সাড়ে ৮ টায় কলাপাড়ার ধানখালী ইউনিয়নের উত্তর নিশানবাড়িয়া জাহাগিরিয়া শাহ্সূফি মমতাজিয়া দরবার শরীফ প্রাঙ্গনে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। এছাড়াও কলাপাড়ার আরও ১২ টি গ্রামে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, স্থানীয়ভাবে এরা চট্রগ্রামের এলাহাবাদ সুফিয়া ও চান টুপির অনুসারী হিসেবে পরিচিত। প্রতি বছর সৌদি আরবসহ বিশ্বের অন্যান্য দেশের মুসলমানদের সঙ্গে মিল রেখে আগাম ঈদ পালন করেন এ চান টুপির অনুসারীরা। প্রায় ১০০ বছর ধরে তারা আগাম ঈদ উদযাপন করে আসছে।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন