বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

কার্টুন দেখা নিয়ে ঝগড়া অভিমানে নোয়াখালীর কোম্পানীগঞ্জে স্কুল ছাত্রীর আত্মহত্যা

নোয়াখালী ব্যুরো | প্রকাশের সময় : ১৩ মে, ২০২১, ১:৫১ পিএম

মোবাইলে কার্টুন দেখা নিয়ে ঝগড়ার জের ধরে মায়ের ওপর অভিমান করে এক স্কুল ছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

নিহত সুমাইয়া আক্তার (১৫), কোম্পানীগঞ্জ উপজেলার মুছাপুর ইউনিয়নের ১নম্বর ওয়ার্ডের সৌদি প্রবাসী শেখ বাহারের মেয়ে। সে মুছাপুর উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী ছিল।

বুধবার দিবাগত রাত ১০টার দিকে উপজেলার মুছাপুর ইউনিয়নের ১নম্বর ওয়ার্ডের শেখ বাহারের নতুন বাড়িতে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, এশার নামাজের সময় মোবাইলে কার্টুন দেখা নিয়ে সুমাইয়ার সাথে তার ছোট ভাইয়ের ঝগড়া হয়। ওই সময় তার মা এসে দুইজনকে থাপ্পড় দিয়ে শাসন করে । এক পর্যায়ে তার মা শয়ন কক্ষ থেকে চলে গেলে সুমাইয়া মায়ের ওপর অভিমান করে কক্ষের দরজা বন্ধ করে সিলিং ফ্যানের সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। পরে পরিবারের সদস্যরা তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

কোম্পানীগঞ্জ থানার ওসি মীর জাহেদুল হক রনি, ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি আরো জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। পরবর্তীতে এ ঘটনায় আইনানুগ প্রদক্ষেপ গ্রহণ করা হবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন