হাজারও ঐতিহাসিক স্মৃতির ধারক বাহক মধ্যপ্রাচ্যের পূন্যভূমি জেরুজালেম আবারো রক্ত ঝড়ছে। আমাদের প্রিয় প্রথম কিবলাহ আজ আবার রক্তাক্ত! প্রিয় নবীজী সল্লাল্লাহু আলাইহি অসাল্লামের মিরাজ গমনের প্রাক্কালে এই ঐতিহাসিক পবিত্র স্থানে তিনি দু'রাকাত নামাজ পড়েছিলেন। তাঁর পবিত্র স্মৃতি বিজড়িত, সত্তুরের অধিক নবী-রাসূলের পূন্য স্মৃতি ধন্য জেরুজালেম আজ ক্ষতবিক্ষত! পবিত্র ঈদের দিনে বোমার আঘাতে, বুলড্রোজারের গর্জনে, পয়মাল-ধুলিস্যাত-নাস্তানাবুদ করে দিচ্ছে মুসলিম জনপদগুলো! নারী-শিশু-যুবা-বৃদ্ধা সকলেই আজ এই সন্ত্রাসীদের হাতে জিম্মি! গোটা ফিলিস্তিন আজ রক্তাক্ত রনক্ষেত্র!
রক্তের নেশায় মেতে উঠেছে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তার নিদের্শে গাজা উপত্যকায় রক্তের হোলি খেলছে ইসরাইলি বাহিনী। আকাশ থেকে বিমান হামলা চলছে। পদাতিক বাহিনী শেল নিক্ষেপ করছে। অবরুদ্ধ করে ফেলেছে গাজা’কে। কারো আহ্বানের প্রতি কর্ণপাত করছে না তারা। আজ শুক্রবারও অব্যাহতভাবে গাজায় বোমা হামলা চালানো হচ্ছে।
সব মিলে সেখানে নিহতের সংখ্যা কমপক্ষে ১১৩। আন্তর্জাতিক মহল থেকে শান্ত থাকার আহ্বান জানানো হলেও একগুঁয়েমি দেখিয়ে নিরস্ত্র গাজাবাসীর ওপর যুদ্ধাস্ত্র দিয়ে হামলা চালিয়ে যাচ্ছে ইসরাইল। এ অবস্থায় গাজাবাসীকে জাতিসংঘ নির্মিত নিরাপদ আশ্রয়স্থলে সরিয়ে নেয়া হয়েছে বা হচ্ছে। অনেক মানুষ এক কাপড়ে ঘর ছেড়েছেন। অনেক নারী তার সন্তানের মৃতদেহ পিছনে ফেলে যাচ্ছেন। সব মিলে গাজায় পুরোপুরি যুদ্ধাবস্থা বিরাজ করছে। সেখান থেকে আল জাজিরার সাংবাদিক সাফওয়াত আল কালআউট বলছেন, সীমান্তে ব্যাপকভাবে মোতায়েন করা হচ্ছে ইসরাইলি সেনা। তবে কোনো কোনো মিডিয়ায় বলা হচ্ছে, এমন স্থল অভিযানের জন্য বড় রকমের প্রস্তুতি নিতে হয়। এই মুহূর্তে তেমন প্রস্তুতি নেই। পর্যাপ্ত সংখ্যক ট্যাংক, সামরিক যান নেই সীমান্তে।
ওদিকে এরই মধ্যে স্থল অভিযান শুরু হয়েছে বলে যে খবর ছড়িয়ে পড়েছে, তা প্রত্যাখ্যান করেছে ইসরাইলের সেনাবাহিনী। কালআউট তার রিপোর্টে বলছেন, গাজার উত্তরাঞ্চলে একজন নারী ও তার তিন সন্তানকে বিমান হামলায় হত্যা করেছে ইসরাইল। এমন এক ভয়াবহতার মধ্যে, যুদ্ধের মধ্যেই পবিত্র ঈদুল ফিতর উৎযাপন করেছেন ফিলিস্তিনিরা। সূত্র : রয়টার্স
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন