শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

ঈদে ৩ স্তরের নিরাপত্তা নিয়ে মাঠে সিলেট পুলিশ

সিলেট ব্যুরো | প্রকাশের সময় : ১৪ মে, ২০২১, ১১:৫২ এএম

ঈদুল ফিতরকে শান্তিপূর্ণ ও নিরাপদ রাখতে তিন স্তরের নিরাপত্তা পরিকল্পনা হাতে নিয়েছে সিলেট পুলিশ। ঈদ জামাতকে ঘিরে শাহজালাল (র.) মাজার মসজিদ সহ বিভিন্ন মসজিদে এ নিরাপত্তা ব্যবস্থা জোরদার রাখে এসএমপি পুলিশ। মহানগর পুলিশ (এসএমপি) জানিয়েছে, ঈদ জামাতসহ, ঈদ ও পরবর্তী ছুটির দিনগুলোতে তিন ভাগে বিভক্ত করে নিরাপত্তায় নিয়োজিত থাকবে পুলিশ।
মহানগর পুলিশ সূত্র জানায়, নাশকতা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে ঈদের দিন মহানগরী ও জেলা উপজেলা সদরগুলোতে তিন সহস্রাধিক পুলিশ সদস্য নিয়োজিত থাকবে নিরাপত্তায়। এর মধ্যে পোশাকধারী পুলিশ ছাড়াও সাদা পোশাকে গোয়েন্দা (ডিবি) ও বিশেষ শাখা (সিটিএসবি) পুলিশের সমন্বয়ে টিম মাঠে নিরাপত্তায় করবে কাজ। মাঠে থাকবে র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ান (র‌্যাব)-৯ এর টইল দলও।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন