মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ০৫ চৈত্র ১৪৩০, ০৮ রমজান ১৪৪৫ হিজরী

মহানগর

ইসরাইলের বর্বরোচিত হামলা বন্ধে জাতিসঙ্ঘকে পদক্ষেপ নিতে হবে

বিক্ষোভ সমাবেশে-খেলাফত মজলিস

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৪ মে, ২০২১, ১০:০১ পিএম

বিশ্ব সন্ত্রাসী ইসরাইলের বিরুদ্ধে মুসলিম দেশগুলোকে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে। আল-আকসায় এবং গাজায় ফিলিস্তিনি জনগণের ওপর বিমান হামলায় হতাহতের ঘটনায় গোটা বিশ্ব হতবাক। ইহুদি ইসরাইলের বর্বরোচিত হামলা বন্ধ এবং আল-আসকা পুনরুদ্ধারে জাতিসঙ্ঘ ও ওআইসিকে কার্যকরী পদক্ষেপ নিতে হবে। ফিলিস্তিনে মুসলমানদের হত্যা ও আল আকসা মসজিদে হামলার প্রতিবাদে খেলাফত মজলিস ঢাকা মহানগরী দক্ষিণ শাখার উদ্যোগে আজ বাদ জুমা বায়তুল মোকাররম উত্তর গেটে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে নেতৃবৃন্দ এসব কথা বলেন। মহানগর দক্ষিণ সভাপতি অধ্যাপক মাওলানা আজিজুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশ ও মিছিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক অধ্যাপক কে এম আলম। অন্যান্যের বক্তব্য রাখেন, মুক্তিযোদ্ধা ফয়জুল ইসলাম, শ্রমিক মজলিস সভাপতি হাজী নূর হোসেন, কেন্দ্রীয় নির্বাহী সদস্য খন্দকার শাহাবুদ্দিন আহমদ, ঢাকা মহানগরী উত্তরের সাধারণ সাম্পাদক অধ্যাপক মাওলানা সাইফুদ্দিন আহমদ খন্দকার, দক্ষিণের সহ-সাধারণ সম্পাদক মো, আবুল হোসেন, হুমায়ুন কবির আজাদ, কাজী আরিফুর রহমান, মাষ্টার কেতাব আলী মল্লিক, মাহবুবুর রহমান চৌধুরী, দাওয়া বিষয়ক সম্পাদক মাওলানা সরদার নেয়ামত উল্লাহ। সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল বায়তুল মোকাররম হয়ে পল্টন মোড়ে গিয়ে শেষ হয়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন