শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

‘করোনাভাইরাসও প্রাণী, ওদেরও বাঁচার অধিকার আছে’

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ১৬ মে, ২০২১, ১২:০৮ পিএম

মানুষের মতো করোনাভাইরাসও একটি প্রাণী এবং এটিরও বাঁচার অধিকার আছে। এমন মন্তব্য করেছেন উত্তরাখন্ডের সাবেক মুখ্যমন্ত্রী ত্রিবেন্দ্র সিং রাওয়াত। করোনাভাইরাসের ছোবলে যখন লণ্ডভণ্ড সারা বিশ্ব। এমনকি ভারতই যখন হিমশিম খাচ্ছে এই মহামারি রুখতে সে সময় বিজেপির এই নেতার এমন বেফাঁস মন্তব্যকে অবিবেচক আখ্যা দিয়ে তুমুল সমালোচনায় মেতেছেন নেটিজেনরা।
তিনি বলেছেন, ‘করোনাভাইরাস একটি জীবন্ত প্রাণী। ওরও বেঁচে থাকার অধিকার আছে।’ এই মন্তব্যের জেরে ইতিমধ্যেই বেশ বিপাকে পড়েছেন এই প্রবীণ রাজনীতিক।
তিনি মনে করেন, ‘দার্শনিক দিক থেকে দেখতে গেলে করোনা জীবাণুও জীবন্ত। তারও প্রাণ আছে। আমাদের সবার মতো তারও বাঁচার অধিকার আছে। কিন্তু আমরা আমাদের সব থেকে বুদ্ধিমান বলে মনে করি। তাই এই জীবাণুকে আটকানোর চেষ্টা করে যাচ্ছি। সেই কারণে করোনা জীবাণুও ক্রমাগত অভিযোজিত হয়ে চলেছে।’ তবে একইসঙ্গে সাধারণ মানুষকে এই জীবাণু থেকে দূরে সতর্ক থাকতে বলেছেন বিজেপির এই বর্ষীয়ান নেতা। সূত্র : এনডিটিভি

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (6)
বিদ্ধস্ত নিলীমা ১৬ মে, ২০২১, ৬:১৭ পিএম says : 0
নিয়মিত গোমুত্র পান করিলে এমন বুদ্ধিমান হওয়া সম্ভব!!
Total Reply(0)
Engr M Al Mamun ১৬ মে, ২০২১, ৬:১৭ পিএম says : 0
এগুলো করেনার চেয়েও বড় ভাইরাস, করোনা একদিন শেষ হবে কিন্তু এই ভাইরাসগুলো ঠিকই থেকে যাবে। তাই করোনাকে বলি তোমার সাথে এগুলোকেও নিয়ে যাও।
Total Reply(0)
Salman Abrar ১৬ মে, ২০২১, ৬:১৮ পিএম says : 0
শুধুযে আমাদের দেশের সাংসদ দের থেকেই মাঝে মধ্যে বিনোদন পাই তা কিন্তু না, পাশের দেশ থেকেও পাই।
Total Reply(0)
Sazzad Komol ১৬ মে, ২০২১, ৬:১৮ পিএম says : 0
সে সম্ভবত আর্টসের ছাত্র। ভাইরাস, ব্যাকটেরিয়া, জীব, প্রানীর সম্পর্কে ধারনা নাই
Total Reply(0)
নোমান মাহমুদ ১৬ মে, ২০২১, ৬:১৮ পিএম says : 0
যেই লোক প্রাণির মূত্র আর পায়খানা খায় তার দিনদিন জ্ঞান শূন্য হওয়া স্বাভাবিক!
Total Reply(0)
Jahangir Alam Chowdhury ১৬ মে, ২০২১, ৬:১৮ পিএম says : 0
চমৎকার উক্তি।যদি তাই হয় তবে ওদের বেঁচে থাকার জন্য আবাসন ব্যবস্থা করুন,খাবারের ব্যবস্থা করুন তাহলেই তো ওরা এমন উৎপাত বন্ধ করে দেয়।পাগলে কিনা বলে ছাগলে কিনা খায়।
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন