শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

প্রবাস জীবন

ফিলিস্তিনের পক্ষে ডেমোন্সট্রেশন করবে পর্তুগাল কমিউনিস্ট পার্টি

পর্তুগাল থেকে শহীদ আহমদ | প্রকাশের সময় : ১৬ মে, ২০২১, ১:৪৬ পিএম

পর্তুগাল কমিউনিস্ট পার্টি (PCP) এর আহবানে ফিলিস্তিনের পক্ষে আগামী কাল সোমবার বিকেল ৬ টার সময় পর্তুগালের বড় দুটি শহরে গণ সংহতির ডাক দিয়েছে দলটি।

পর্তুগালের রাজধানী লিসবনের - মার্টিম মনিজ এবং পোর্তো - প্রাসা দা প্যালেস্টাইনা (রুয়া ফার্নান্দিস টোমস) নামক দুটি স্থানে এই গণ সংহতি সমাবেশ করবে দলটি।

পর্তুগাল সহ ইউরোপের অন্যান্য দেশ এবং বড় দল গুলো যখন নিরব ভূমিকা পালন করছে সেখানে ব্যাতিক্রম পর্তুগাল কমিউনিস্ট পার্টি (PCP)। তারা সব সময়ই ইসরাইলি আগ্রাসনের বিরুদ্ধে স্বোচ্ছার , তারা সবসময় ফিলিস্তিনিদের প্রতি সহানুভূতি জানিয়ে এসেছে ।

উল্লেখ্য কর্মসূচি টি ঘোষনার পরপরই
ইতিমধ্যে এই গণ সংহতি সমাবেশে অংশ গ্রহনের জন্যে অনলাইনে প্রায় ১ হাজার মানুষ রেজিস্ট্রেশন করেছেন বলে জানা গেছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন