শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

ফিলিস্তিনে ইসরাইলের বর্বরোচিত হামলায় ওআইসিসহ মুসলিম দেশগুলোর নিরবতা নিয়ে সোশ্যাল মিডিয়ায় তীব্র ক্ষোভ

শাহেদ নুর | প্রকাশের সময় : ১৬ মে, ২০২১, ২:১৭ পিএম

গত এক সপ্তাহ ধরে ফিলিস্তিনের গাজা উপত্যকায় বিমান হামলা অব্যাহত রেখেছে দখলদার ইসরায়েল। সোমবার (১০ মে) থেকে শুরু হওয়া এই হামলায় ইতোমধ্যেই দেড় শতাধিক ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন অগণিত মানুষ।

শনিবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় সুত্রে জানা গেছে, ইসরাইল নিরীহ জনগণের ওপর বিষাক্ত গ্যাস ব্যবহার করেছে। রোববার (১৬ মে) সকালের দিকেও বিমান হামলা চালিয়েছে তারা। এতে নতুন করে আরও চার ফিলিস্তিনি নিহত হয়েছে। আহত হয়েছে আরও ডজন খানেক।

ইসরাইলের বর্বরোচিত হামলায় ফিলিস্তিনের ঘরবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠানসহ অসংখ্য স্থাপত্য ধ্বংস হয়ে গেছে। আল-জাজিরা, এপিসহ বেশ কিছু মিডিয়া অফিসের কার্যালয় গুড়িয়ে দিয়েছে ইসরাইল।

চীন ছাড়া বিশ্ব মোড়লরা চুপ থাকলেও এই হামলার ঘটনায় বিক্ষোভ করে প্রতিবাদ ও নিন্দার ঝড় তুলছে সারা বিশ্বের ধর্মপ্রাণ মুসলমানসহ শান্তিপ্রিয় সকল মানুষ। কিন্তু তুরস্ক, ইরান, বাংলাদেশ ছাড়া মুসলিম বিশ্বের দেশগুলো এখনও নিরব ভুমিকা পালন করছে। এমনকি মুসলমানদের স্বার্থ রক্ষায় গঠিত ওআইসিও নিরব। একটু প্রতিবাদ বা নিন্দা পর্যন্ত জানায় নি তারা। বিষয়টি নিয়ে সোশ্যাল মিডিয়ায় তীব্র ক্ষোভ প্রকাশ করছে নেটিজেনরা।

আবদুস সত্তার পাটওয়ারী নামে একজন ফেইসবুক ব্যবহারকারী লিখেন, ‘পৃথিবীতে দু’একটি দেশ ছাড়া অন্য সকল মুসলিম দেশগুলোর শাসকরা ক্ষমতা আর অর্থের লোভে পড়ে যদি নিজেদেরকে বিকিয়ে না দিত, তাহলে মুসলমানদের এই নির্যাতন সহ্য করতে হতো না।’

ওআইসির সমালোচনা করে মিজানুর রহমান লিখেন, ‘ওআইসি নামক এমন মেরুদণ্ডহীন সংগঠন থাকার চেয়ে না থাকাই অনেক ভালো। সাতদিন ধরে বর্বরোচিত হামলা চালাচ্ছে আর এরা এখনও ঘুমাচ্ছে! ধিক্কার জানাই মুসলীম নামধারী এই মানুষগুলো প্রতি।’

ফারুখ কাদের মনে করেন, ‘এর জন্য দ্বায়ী কিছু ক্ষমতা লোভী মুসলিম নামের মোনাফেক শাসক! যারা ক্ষমতার লোভে তাদের ঈমান বিক্রি করতে দ্বিধা করে না!’

এসএম ফখরুল ইসলাম লিখেন, ‘ওআইসি,আরবলীগ,সৌদি,আরব আমিরাত,কাতার,বাহরাইন, মিশর এবং আফ্রিকান কিছু মুসলিম দেশ এত নীরব, অবাক পৃথিবী! অথচ পশ্চিমারা ইসরায়েল নিয়ে ঠিকই সোচ্চার।’

কার্যকর পদক্ষে না নিয়ে নিন্দা জানানোর সমালোচনা করে হেলাল আহমেদ লিখেন, ‘৫৭ টি মুসলিম দেশের শাসকরা ইসরায়েল নামক নেকড়েটাকে বধ করার জন্য হুজরায় বসে নিন্দা নামক সেকেলে অস্ত্রটি আজো ব্যাবহার করছে, নিরস্ত্র জনতার পক্ষ থেকে ধিক্কার জানাই।’

সাইফুল আলমের প্রশ্ন, ‘ফ্রান্স, যুক্তরাষ্ট্র ইসরাইলের পক্ষ নিয়েছে, মুসলিম রাষ্ট্রগুলো কবে ফিলিস্তিনের পক্ষ নেবে?’

‘এই ওআইসি বয়কট করে নতুন করে মুসলিম জাতিসংঘ তৈরি করা হোক। আর সেটা করলেই হবে না। ন্যাটো’র মতো একটা সামরিক সংগঠন তৈরি করতে হবে। তাহলেই এই পরিস্থিতি থেকে উত্তরণ সম্ভব’ বলে মনে করেন আশফাক রাশেদ।

আল্লাহ কাছে সাহায্য প্রার্থনা করে মোতাহার সিদ্দিকী লিখেন, ‘মহান আল্লাহ তুমি তোমার সরাসরি সাহায্য প্রেরণ করো যেমনিভাবে প্রেরণ করে ছিলে বাইতুল্লাহ রক্ষায় আবরার বাহীনির বিরুদ্ধে আবাবিল তেমনিভাবে করে। আমরা তোমার অক্ষম বান্দা, মুসলমানের প্রথম কিবলা রক্ষায় ব্যর্থ, আমাদের মাফ করো দাও।’

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
Md hannan ১৯ মে, ২০২১, ১২:৫৪ এএম says : 0
I think OIC should be Break down & Remake...
Total Reply(0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন