বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫ হিজরী

ইসলামী বিশ্ব

বাইডেনের নৈশভোজ বর্জন মুসলমানদের, বিক্ষোভ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৭ মে, ২০২১, ১২:০১ এএম

অন্য দেশগুলো মতো ফিলিস্তিনে ইসরাইলের অব্যাহত হামলার প্রতিবাদে যুক্তরাষ্ট্রেও বিক্ষোভ করেছে বিভিন্ন শ্রেণি-পেশার মুসলমান। এদিকে দেশটির প্রেসিডেন্ট জো বাইডেন ইসরাইলের পক্ষে অবস্থান নেয়ায় হোয়াইট হাউজে তার আয়োজনে ঈদ নৈশভোজ বর্জনের ডাক দিয়েছে আমেরিকান মুসলিমস ফর প্যালেস্টাইন নামের একটি সংগঠন। স্থানীয় সময় রোববার তারা ‘ফিলিস্তিনের সঙ্গে ঈদ’ নামের পাল্টা একটি কর্মস‚চির ঘোষণা দেয়। সংগঠনটির এক বিবৃতিতে বলা হয়, ‘প্রেসিডেন্ট বাইডেন, হোয়াইট হাউজের মুখপাত্র জেন সাকি এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নেড প্রাইস স¤প্রতি যে বিবৃতিগুলো দিয়েছেন, সেগুলোতে প‚র্ব জেরুজালেম থেকে ফিলিস্তিনিদের জাতিগত নিধন, রমজানে আল-আকসা মসজিদে মুসল্লিদের ওপর ইসরইলি হামলা এবং গাজায় চলমান অবরোধকে (যাতে এরই মধ্যে শতাধিক মানুষের প্রাণ গেছে) পুরোপুরি উপেক্ষা করা হয়েছে।’ বিবৃতিতে আরও বলা হয়, ‘ফিলিস্তিন, যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা আমাদের ফিলিস্তিনি ভাই-বোনদের প্রতি সংহতি জানানোর অংশ হিসেবে দেশজুড়ে মুসলমানরা সম্মিলিতভাবে স¤প্রদায়ের সদস্যদের প্রতি হোয়াইট হাউজের অনুষ্ঠান বর্জনের তাগিদ দিচ্ছে। একই সঙ্গে হোয়াইট হাউজের অনুষ্ঠানের প্রতিবাদে ফিলিস্তিনের সঙ্গে ঈদে যোগ দেয়ার আহবান জানাচ্ছে।’ রয়টার্স।

 

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (2)
Dadhack ১৮ মে, ২০২১, ১২:২২ পিএম says : 0
May Allah's curse upon American government and also 25 countries who is actively supporting Barbarian Israel. Ameen
Total Reply(0)
ARAFAT ২১ মে, ২০২১, ৭:২৭ পিএম says : 0
American foreign policy make by jionist
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন